জামায়াতের প্রার্থী ইকবাল হোসাইন সরব

পঞ্চগড়-১ আসনে বিএনপি গনসংযোগে ৩১ দফায় এগিয়ে নওশাদ জমির 

  পঞ্চগড় প্রতিনিধি  

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ১৬:৫৭ |  আপডেট  : ১৩ ডিসেম্বর ২০২৫, ১৯:০৩

আসন্ন ত্রয়োদশ  জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নানা হিসাব-নিকাশ চলছে পথে প্রান্তরে।শহর-বন্দর গ্রামগঞ্জ থেকে পাড়া মহল্লায় চলছে ভোট ও ভোটের প্রার্থী নিয়ে চুল চেড়া বিশ্লেষন।এমনকি শীতের পুরো আমেজে ছোটো-বড় চায়ের দোকানগুলোতে নির্বাচনের একাল সেকাল নিয়ে চলছে নানা আলোচনা।

আলোচনায় আছে সাবেক অস্থায়ী রাস্ট্রপতি ও সাবেক স্পিকার ব্যারিস্টার মুহাম্মদ জমির উদ্দীন সরকারের সময়কার উন্নয়ন আর তার নীতি আর্দশ নিয়ে।ব্যারিষ্টার মুহাম্মদ জমির উদ্দীন সরকার জাতীয় রাজনৈতিক আলোচনায় এক বরেণ্য ব্যক্তিত্ব। তার বাড়ি পঞ্চগড় জেলার তেতুঁলিয়া উপজেলার ভজনপুরে। তিনি এজেলার কৃত্বি সন্তান।

জাতীয়তাবাদী দল-বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের গড়া বিএনপির রাজনীতির পতাকা তলে ছিলেন ব্যারিষ্টার মুহাম্মদ জমির উদ্দীন সরকার।তার নামের সাথে রাজনীতির স্মৃতিতে জড়িয়ে রয়েছে সাবেক আইনমন্ত্রী মরহুম মির্জা গোলাম হাফিজ। এই দুই নেতার প্রতিষ্ঠিত রাজনৈতিক অঙ্গন ঘিরে বিএনপি এক উজ্জল নক্ষত্রের ভিত্তি। এই ভিত্তির দূর্গ ভাঙতে মরিয়া জামায়াতে ইসলাম। 

নির্বাচনী তফশিল ঘোষনার আগেই মাঠে রয়েছেন বিএনপি ও জামায়াত। প্রায় বছর খানেক ধরে গনসংযোগ করছেন বড় দুই দল বিএনপি ও জামায়াত।পঞ্চগড়-১ আসনে জামায়াতের প্রার্থী-সর্মথক ও কর্মীরা আগামীর বাংলাদেশ গঠনে নতুনত্ব প্রতিশ্রতি দিচ্ছেন ‘ ভোটারদের কাছে। পঞ্চগড়-১ আসনে জামায়াতের প্রার্থী হলেন; জেলা আমীর ইকবাল হোসাইন।

অপরদিকে পঞ্চগড়-১ আসনে বিএনপির প্রার্থী ব্যারিষ্টার মুহাম্মদ নওশাদ জমির বিএনপির ৩১ দফা নিয়ে গনসংযোগ করে বেশ সাড়া পেয়েছেন।  পিতা ব্যারিষ্টার জমির উদ্দীন সরকারের আদর্শে আলোকিত ব্যক্তিত্ব ব্যারিষ্টার নওশাদ জমির দলের উজ্জল ভাবমূর্তি অক্ষূন্ন রেখে কাজ করছেন দলের জন্য। 

তিনি ৩১ দফা নিয়ে গ্রাম-শহর ও মহল্লায় ছুটে বেড়িয়ে বিএনপির কঠিন ঐক্যের বন্ধন সৃষ্টি করছেন। নওশাদ জমির সাধারন মানুষের কাছে গিয়ে বলছেন বিএনপির চেয়ারপারসন ও তারেক রহমানের রাজনীতির কথা।  পঞ্চগড়- ১ আসনে আরো প্রার্থী রয়েছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য বাংলাদেশ জাসদের নাজমুল হক প্রধান ও জাগপার মূখপাত্র রাসেদ প্রধান। 
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত