সবুজ শ্যামল মা -বিচিত্র কুমার
প্রকাশ: ১৪ মে ২০২৩, ১১:৩৬ | আপডেট : ২০ ডিসেম্বর ২০২৪, ০৬:৫২
সবুজ শ্যামল মা
-বিচিত্র কুমার
আঁকা বাঁকা পথ চলেছে
পথের ধারে গাঁ,
সেই গ্রামেতে থাকে আমার
সবুজ শ্যামল মা।
সবুজ পাতার ছাউনি দিয়ে
ঘিরা যেন গ্রামটা,
কী যে মায়া আলো ছায়া
জুড়ায় হৃদয়টা।
পুকুর ঘাটে গাছের নীচে
মায়ের আঁচল পাতা,
সকল দুঃখ ভুলে যাই
যখন রাখি মাথা।
এই জগতে প্রভুর পরে
তোমায় আমি বুঝি,
তাইতো মাগো সারা জীবন
তোমার ছায়া খুঁজি।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত