সবার আগে দেশের স্বার্থ রক্ষা করা- আখতার হোসেন
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: ৭ জানুয়ারি ২০২৬, ১৮:১১ | আপডেট : ৮ জানুয়ারি ২০২৬, ২২:০০
জাতীয় নাগরিক পাটি (এনসিপি) পররাষ্ট্র নীতির ক্ষেত্রে সবার আগের দেশের কথা চিন্তা করে। দেশের স্বার্থ রক্ষায় কাজ করে যাচ্ছে এবং আগামী দিনেও দেশের সার্বভৌমত্ব রক্ষায় কাজ করবে। সকল দেশের সাথে বৈরিতা নয় সমতার নীতি রক্ষা করা হবে। আমরা বিগত সময় থেকে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে আন্দোলন সংগ্রাম করেছি এখনও করে যাচ্ছি।
বুধবার বিকালে জিন্নাহ চম্পা ফাউন্ডেশন হল রুমে কাউনিয়া উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিময় কালে জাতীয় নাগরিক পাটি (এনসিপি) এর সদস্য সচিব আখতার হোসেন এসব কথা বলেন। তিনি আরো বলেন আগামীতে এনসিপিসহ ১১দলীয় জোট ক্ষমতায় গেলে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে চাই। রংপুর-৪ কাউনিয়া-পীরগাছা আসনে শিক্ষত বেকার যুবকদের কর্মসংস্থানের বড়ই অভাব, নারীদের কর্মের পরিবেশের অভাব, স্বাস্থ্য শিক্ষা বাসস্থানসহ নানাবিধিও সমস্যা রয়েছে আমরা ক্ষমতায় গেলে কাউনিয়া-পীরগাছায় জনসেবা কেন্দ্র তৈরী করবো। যেখানে প্রতি তিন মাস পরপর সর্বস্থরের মানুষের সাথে বসে তাদের সমস্য সম্ভবনা গুলো শুনে কর্মপরিকল্পনা তৈরী করা হবে। সকল ধর্মের মানুষ যেন নিরাপদে বসবাস করতে পারে সেই ব্যবস্থা করা হবে। সকল প্রকার সেবা জনগনের জন্য নিশ্চিত করা হবে। তিস্তা নদী বেষ্টিত কাউনিয়া-পীরগাছায় সমন্বিত উদ্যোগের মাধ্যেমে পিছিয়ে পরা জনগোষ্টিকে জনশক্তিতে রূপান্তর করা হবে। বৈদেশীক মূদ্রা আহরনে যুব সমাজকে প্রশিক্ষত করে বিদেশে পাঠান হবে। কৃষি প্রধান কাউনিয়া-পীরগাছা সহ দেশের প্রতিটি কৃষক যেন তাদের পন্যের ন্যায্য মূল্য পয় সেই পদক্ষেপ গ্রহন করা হবে। আমরা ডিজিটাল সিক্রটি এ্যাক্ট এর বিরুদ্ধে আন্দোলন করেছি, সাংবাদিকদের জন্য তারা যেন তাদের বেতন ভাতা সঠিক সময় পায় এবং স্বাধীন ভাবে মত প্রকাশ করতে পারে সেই ব্যবস্থা করা হবে। আমরা গণভোটে হ্যা এর পক্ষে কাজ করে যাচ্ছি। আমরা চাই কোন মানুষ যেন সেব নিতে গিয়ে প্রতারনার শিকার না হয় সেই লক্ষ্যে আমরা কাজ করছি। আপনারা সাংবাদিকরা জাতির বিবেক, আপনারা সঠিক ও বস্থু নিষ্ঠ সংবাদ পরিবেশ করে দেশ কে এগিয়ে নিয়ে যাবেন। আমি নির্বাচিত হলে কাউনিয়া-পীরগাছার উন্নয়নে নিযেকে নিবদিত রাখবো।
মতবিনিময় কালে উপস্থিত ছিলেন প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল, কাউনিয়া প্রেস ক্লাবের সাধারন সম্পাদক সাইফুল ইসলাম, সিনিয়র সহসভাপতি আব্দুল কুদ্দুছ বসুনিয়া, প্রেসক্লাব কাউনিয়ার সভাপতি নিতাই রায়, সাধারন সম্পাদক সাইদুর রহমান, এনসিপি কাউনিয়া উপজেলা সমন্বয়ক সাইদুর রহমান সহ উপজেলায় কর্মরত সকল সাংবাদিকবৃন্দ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত