সনদ বাণিজ্যে কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের স্ত্রীসহ সংশ্লিষ্ট ব্যক্তি গ্রেপ্তার
প্রকাশ: ২১ এপ্রিল ২০২৪, ১০:৫৭ | আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ১৬:৪৫
সনদ বাণিজ্যে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের স্ত্রী শেহেলা পারভীনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল শনিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। ডিএমপির ডিবি লালবাগ বিভাগের উপ-কমিশনার (ডিসি) মশিউর রহমান (অ্যাডিশনাল ডিআইজি) গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, প্রথমে আমরা তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞাসাবাদের সনদ জালিয়াতির বিষয়টি তথ্য প্রমাণ পাওয়ায় শনিবার রাতে তাকে গ্রেপ্তারের সিদ্ধান্ত হয়। জালিয়াতির মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় সংশ্লিষ্টতা থাকার অভিযোগে আরও ৯ সাংবাদিককে নজরদারিতে রাখা হয়েছে। এবং একই ঘটনায় আরও তিন থেকে চার জনকে গ্রেপ্তার করা হয়েছে যারা বিভিন্ন কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালক প্রিন্সিপাল।
একই ঘটনায় সিস্টেম অ্যানালিস্ট ও কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের স্ত্রীকে নানাভাবে অসাধু সহযোগিতার প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎ ও সনদ জালিয়াতির সঙ্গে ৮ থেকে ৯ জন সাংবাদিকের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। তাদেরকে শনাক্ত ও নজরদারিতে রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সা/ই
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত