সংক্রমণ নিয়ে এমন কোনো পরিস্থিতি তৈরি হয়নি, যে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হবে

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২১, ১৪:০৯ |  আপডেট  : ১৬ ডিসেম্বর ২০২৪, ০২:২৮

মহামারি করোনা সংক্রমণ নিয়ে এমন কোনো পরিস্থিতি তৈরি হয়নি, যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হবে। সংক্রমণের ঘটনাগুলোতে স্কুলের সবার পরীক্ষা করা হয়েছে। প্রশাসন পরিস্থিতি মনিটরিং করছে। আগেও বলেছি, আবারও বলছি। পরিস্থিতি খারাপ হলে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে।

শনিবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর শিল্পকলা একাডেমিতে বঙ্গবন্ধু বাপু ডিজিটাল এক্সিবিশনের উদ্বোধন অনুষ্ঠানের পর সাংবাদিকদের এসব কথা বলেন শিক্ষামন্ত্রী শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর দেশে বড় ধরনের কোনো অঘটন ঘটেনি। সব দিক বিবেচনা করে তাই চলতি বছরের এসএসসি পরীক্ষা নভেম্বর মাসে ও এইচএসসি পরীক্ষা ডিসেম্বরে আয়োজন করা হবে। এসব পরীক্ষার সময় পেছানো হবে না।

ডা. দীপু মনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর থেকে নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। কয়েকটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ক্লাসে এসে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে বলে শোনা গেছে। বিষয়টি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় পর্যবেক্ষণ করছে। তারা সেসব স্থানে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত