ষোলঘর একেএসকে উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন রসিদুল হাসান খান

  নজরুল ইসলাম, শ্রীনগর প্রতিনিধিঃ

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২২, ১০:০২ |  আপডেট  : ১৫ জানুয়ারি ২০২৫, ০৯:০৫

শ্রীনগর উপজেলার ষোলঘর অক্ষয় কুমার শশী কুমার (একেএসকে) উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট শিল্পপতি, শিক্ষানুরাগী ও ক্রীড়া সংগঠক রসিদুল হাসান খান।

গত সোমবার বিদ্যালয়টির নব নির্বাচিত অভিবাবক প্রতিনিধি,শিক্ষক প্রতিনিধি ও দাতা সদস্য বৃন্দের সভায় রসিদুল হাসান খানকে বিদ্যালটির পরিচালনা পরিষদের সভাপতি নির্বাচিত করা হয়।

বাংলাদেশের স্বনামধন্য এই ব্যবসায়ী ফার্মাদেশ লিমিটেড ল্যাব এর কর্ণধার। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বি.এ অনার্স ও এম এ ডিগ্রি লাভ করেন। ইন্ডাস্ট্রিয়াল এডমিনিষ্ট্রেশন ইউ.কে থেকে তিনি পোষ্ট গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন।

ষোলঘরের সন্তান রসিদুল হাসান খান বর্তমানে বৃটিশ ইনষ্টিটিউট অব ম্যানেজমেন্ট ইউ কে এর সদস্য। তিনি আবাহনী ক্রীড়া চক্রের সাবেক সেক্রেটারী, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জয়েন্ট সেক্রেটারী ছিলেন। ১৯৭৮ সাল থেকে তিনি ঢাকা ক্লাবের আজীবন সদস্য, আজীবন ক্রিকেট বোর্ডের সদস্য । বাংলাদেশ হোটেলস লিমিটেড, গ্লোবাল আই এম ই এ· (ইউ এস এ), সি ই ও (কনসালটেন্ট), ইন্ডাস্ট্রিজসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করে আসছেন। 
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত