শ্রীলঙ্কা সিরিজের দল ঘোষণা বিসিবির, নেই তাসকিন
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২২, ১৫:৫২ | আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৪, ০৩:৫৯
আগামী মাসে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট খেলবে বাংলাদেশ। সিরিজের আগে শুধু প্রথম টেস্টের জন্য রবিবার ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ইনজুরির কারণে সিরিজে নেই পেসার তাসকিন আহমেদ। অন্যদিকে শরিফুল ইসলামকে রাখা হয়েছে ফিটনেস উন্নতি সাপেক্ষে। এক সিরিজ শেষে দলে ফিরেছেন পেসার রেজাউর রহমান রাজা।
কাঁধের ইনজুরির কারণে তাসকিন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্ট খেলে দেশে ফিরে আসেন। এরপর থেকে মাঠের বাইরেই রয়েছেন। পুরোপুরি উন্নতি না হওয়ায় তাকে আর দলে রাখা হয়নি।
এদিকে ব্যক্তিগত কারণে দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে দেশে ফেরা সাকিব আল হাসানও ফিরেছেন ওই টেস্ট সিরিজে। যিনি সর্বশেষ খেলেছিলেন পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে। এরপর ইনজুরিতে দ্বিতীয় টেস্ট মিস করেছেন। পরে ব্যক্তিগত কারণে যাননি নিউজিল্যান্ড সফরে। দক্ষিণ আফ্রিকায় গেলেও পারিবারিক কারণে ওয়ানডে সিরিজ খেলেই তাকে দেশে ফিরতে হয়েছিল। ফলে ৫ টেস্ট পর সাকিব আবার টেস্ট সিরিজ খেলতে যাচ্ছেন।
তাসকিন ছাড়াও সর্বশেষ সিরিজ থেকে বাদ পড়েছেন সাদমান ইসলাম ও আবু জায়েদ রাহী।
আগামী ৮ মে বাংলাদেশ সফরে আসবে শ্রীলঙ্কা দল। ১০ ও ১১ মে বিকেএসপিতে অনুষ্ঠিত হবে দুই দিনের প্রস্তুতি ম্যাচ। এই ম্যাচ খেলে পরের দিন চট্টগ্রামে যাবে সফরকারীরা।
প্রথম টেস্ট হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। ১৫ মে শুরু প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট ঢাকায়। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে লাল বলের শেষ ম্যাচের লড়াই শুরু ২৩ মে। ম্যাচ দুটি আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।
বাংলাদেশ টেস্ট স্কোয়াড: মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, ইয়াসির আলি চৌধুরী, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, ইবাদত হোসেন চৌধুরী, সৈয়দ খালেদ আহমদ, নুরুল হাসান সোহান, রেজাউর রহমান রাজা, শহিদুল ইসলাম, শরিফুল ইসলাম (ফিটনেস সাপেক্ষে)।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত