শ্রীলংকাকে হারিয়ে সেমির পথে এগিয়ে গেল নিউজিল্যান্ড

  ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২২, ১৮:৪৪ |  আপডেট  : ১৯ ডিসেম্বর ২০২৪, ০৮:১৩

সিডনিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে গ্লেন ফিলিপসের সেঞ্চুরি ও বোল্ট-স্যান্টনারদের দুর্দান্ত বোলিংয়ে লঙ্কানদের ৬৫ রানের বড় ব্যবধানে হারিয়ে শীর্ষস্থান মজবুত করল নিউজিল্যান্ড। দিনের একমাত্র ম্যাচের শুরুতে ব্যাট করে ১৬৭ রান তুলে ব্ল্যাক ক্যাপসরা। জবাবে মাত্র ১০২ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা।

ম্যাচের শুরুতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ডের দলনেতা কেন উইলিয়ামসন। টস জিতে ব্যাট করতে নেমে ইনিংসের শুরুটা ভালো হয়নি কিউইদের। পাওয়ার প্লের ছয় ওভারে মাত্র ২৫ রান তুলতেই হারায় মূল্যবান তিনটি উইকেট। দুই ওপেনার ফিন অ্যালেন ও ডেভন কনওয়ে আউট হন ১ রান করে। আর দলনেতা কেন উইলিয়ামসনের ব্যাট থেকে এসেছে মাত্র ৮ রান।

চতুর্থ উইকেট জুটিতে চাপে পড়া দলের হাল ধরেন গ্লেন ফিলিপস ও ড্যারেল মিচেল। এ সময় দুজন মিলে ৮৪ রানের জুটি গড়লে বাড়তে থাকে দলীয় স্কোর। ২২ রান করে আউট হন মিচেল। ৫ রানে ফেরেন জিমি নিশাম। এদিকে আপনতালে খেলতে থাকা ফিলিপস অর্ধশতকের পর সেঞ্চুরিও পূর্ণ করেন। প্রোটিয়া ব্যাটার রাইলি রুশোর পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে সেঞ্চুরি তুলে নিলেন তিনি। ৬৪ বলে ১০৪ রানের ইনিংসটি ১০টি চার ও চারটি ছয়ে সাজানো। এছাড়া মিচেল স্যান্টনার ১১ ও টিম সাউদি ২ রান করেন।

রান তাড়া করতে নেমে মাত্র ৮ রান তুলতেই ৪ উইকেট হারায় শ্রীলঙ্কা। তখনই ম্যাচ থেকে ছিটকে যায় লঙ্কানরা। এরপর পড়তে থাকে একের পর এক উইকেট। তাতেই বড় জয়ের ভিত পেয়ে যায় নিউজিল্যান্ড। শ্রীলঙ্কা হয়ে দুই অঙ্কের ঘর স্পর্শ করেছেন কেবল দুজন ব্যাটার। সর্বোচ্চ ৩৫ রান করেন দলনেতা দাসুন শানাকা। আর ৩৪ রান করেন ভানুকা রাজাপাকসে।

এ জয়ের ফলে ৩ ম্যাচে সর্বোচ্চ ৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষেই থাকল নিউজিল্যান্ড। সমান ম্যাচে ২ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে অবস্থান শ্রীলঙ্কার। আর ৩ করে পয়েন্ট নিয়ে যথাক্রমে পয়েন্ট টেবিলের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ নম্বরে রয়েছে ইংল্যান্ড, আয়ারল্যান্ড ও স্বাগতিক অস্ট্রেলিয়া।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত