শ্রীময়ীর পোস্ট ঘিরে চাঞ্চল্য, কাঞ্চন নির্বিকার, নিজেকে গুটিয়ে নিয়েছেন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২ জুলাই ২০২১, ১৩:৩৯ |  আপডেট  : ১৯ ডিসেম্বর ২০২৪, ১৩:২১

কদিন বঙ্গজীবনে আমফান বা ইয়াস এর মত ঝড় তোলার পর কাঞ্চন-শ্রীময়ী-পিঙ্কি কাণ্ডে আপাতত একটু যতি। কমেডি কিং কাঞ্চন মল্লিকের প্রেমিকা হিসেবে খ্যাত অথবা কুখ্যাত, কৃষ্ণকলি সিরিয়ালের খলনায়িকা শ্রীময়ী চট্টোরাজের একটি পোস্ট অবশ্য সামান্য বুদবুদ তুলেছে। 

পোস্টে শ্রীময়ী লিখেছেন- অল ইস ওভার। এর দ্বারা কি বোঝাতে চেয়েছেন শ্রীময়ী। কাঞ্চনের সঙ্গে সব সম্পর্কের অবসান হল নাকি প্রেমের গুঞ্জনের অবসান হল। কাঞ্চনের স্ত্রী পিঙ্কি অভিযোগ আনেন যে কাঞ্চন চুটিয়ে প্ৰেম করছেন শ্রীময়ী চট্টোরাজের সঙ্গে এবং কাঞ্চন-শ্রীময়ী তাকে হেনস্থাও করেছেন। কাঞ্চন মল্লিকও শ্রীর বিরুদ্ধে পাল্টা থানায় ডায়েরি করেন। শ্রীময়ী বরাবরই কাঞ্চনের সঙ্গে তার প্রেমের সম্পর্কের কথা অস্বীকার করে এসেছেন।

কাঞ্চনও তাই। কিন্তু, পিঙ্কির দাবি দুজনের সম্পর্ক বন্ধুত্বের থেকে অনেক বেশি। কাঞ্চন কি করছেন? একাকী নিজেকে ফ্ল্যাটে বন্দি করে রেখেছেন। কাজ করছেন, তার বিধানসভা কেন্দ্র উত্তরপাড়াতেও যাচ্ছেন। কিন্তু সবটাই যান্ত্রিকভাবে। 

সাক্ষাৎকার দিতে একদমই রাজি নয় কাঞ্চন মল্লিক শুধু ঘনিষ্ঠ মহলে বলছেন, মানুষের প্রতি বিশ্বাসটাই উঠে গেল। কাউকে আর বিশ্বাস করতে পারছি না। কাঞ্চন-শ্রীময়ীর সম্পর্ক নিয়ে বেশ কিছুদিন ধরেই টালিপাড়ায় অবশ্য গুঞ্জন চলছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত