শ্রীপুরে নৌবাহিনীর সদস্যের পরিবারকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি অভিযোগ

    টি.আই সানি , গাজীপুর প্রতিনিধিঃ

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২২, ১৯:০২ |  আপডেট  : ১৭ জানুয়ারি ২০২৫, ০৩:৩৩

গাজীপুরের শ্রীপুর উপজেলার ধনুয়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে অবসরপ্রাপ্ত নৌবাহিনীর এক সদস্য আঃ আলীম এর পরিবারকে  একাধিক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ উঠেছে। এঘটনায় সঠিক তদন্তের মাধ্যমে ন্যায় বিচারের দাবি জানিয়ে ওই পরিবার। নৌবাহিনীর পরিবারের পৈত্রিক ও ক্রয় কৃত জমি দখল করে নেয়ার জন্য চাঁদাবাজিসহ বিভিন্ন ধরনের মামলা দিয়ে হয়রানি করছে । এবিষয়ে আব্দুল মালেক ও আব্দুর জব্বারকে অভিযুক্ত করে শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন অবসরপ্রাপ্ত নৌবাহিনীর এক সদস্য।

ইতিমধ্যে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন, তদন্ত পূর্বক অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন।

আব্দুল আলীম বলেন, জমি দখলে নিতে বিভিন্নভাবে পাঁয়তারা চালিয়ে যাচ্ছে অভিযুক্তরা, এর আগেও আমার পরিবারের বিরুদ্ধে দায়ের করা চাঁদাবাজি মামলা আদালতে মিথ্যা প্রমানিত হয়েছে। আমাদের বিরুদ্ধে করা মামলা আদালতে মিথ্যা প্রমানিত হওয়ায় আদালত তা নিষ্পত্তি করে দিয়েছেন।

এদিকে স্থানীয় সচেতন মহল এলাকায় শান্তি শৃঙ্খলার স্বার্থে বিষয়টির সত্যতা যাচাই করে স্থায়ীভাবে নিষ্পত্তির দাবি জানিয়েছেন। অভিযুক্ত আব্দুল মালেক উল্লেখিত বিষয়ে বক্তব্য দিতে রাজি হননি।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত