শ্রীপুরে জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত তিন

  গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ১১ জুন ২০২২, ১৯:২০ |  আপডেট  : ১৯ জানুয়ারি ২০২৫, ০১:১৮

গাজীপুরের শ্রীপুরে জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় এক নারীসহ তিন জন আহত হয়েছে। শনিবার (১১ জুন) সকাল ৮টায় উপজেলার গাজীপুর ইউনিয়নের শৈলাট (দক্ষিন পাড়া) গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলো শৈলাট গ্রামের শরাফত আলীর ছেলে সেকান্দর আলী টিপু (৬০), তার স্ত্রী রাজিয়া খাতুন (৪০) এবং ছেলে জাফর ইকবাল (২৮)। পরে স্থানীয়দের সহযোগীতায় আহতের স্বজনেরা তাদেরকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রাখে।

সেকান্দর আলী টিপুর মেয়ে সাগরকিা সুলতানা পুষ্পা জানান, একই গ্রামের কালু মিয়ার ছেলে চান মিয়া গংয়ের সাথে দীর্ঘদিন যাবত জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। শুক্রবার (১০ জুন) দিবাগত রাতে অভিযুক্ত কালু মিয়ার ছেলে চান মিয়া (৫০), চান মিয়ার স্ত্রী নাজমা বেগম (৪৫), তার ছেলে আতিকুর রহমান (২৮), মৃত আব্দুল মাতাব্বরের ছেলে আহাম্মদ আলীসহ (৪৫) তাদের ৬/৭ জন সহযোগী বিরোধপূর্ণ জমির চারপাশে সিমেন্টের পিলার পুঁতে এবং জমিতে নিজেদের ক্রয়কৃত জমি দাবী করে সাইনবোর্ড টানিয়ে দেয়। পরে শনিবার (১১ জুন) সকালে সেকান্দর আলী টিপু জমির চারপাশে পিলার ও সাইনবোর্ড টানানোর কারণ জিজ্ঞাসা করলে কালু মিয়ার ও তার ছেলে চান মিয়ার নেতৃত্বে সেকান্দর আলী ও তার ছেলের উপর লাঠিসোটা নিয়ে হামলা করে পিটিয়ে আহত করে। এসময় তার স্ত্রী রাজিয়া খাতুন এগিয়ে আসলে তাকেও মারপিট করে আহত করে। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে গুরুতারর আহত অবস্থায় মাওনা আলহেরা হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রাখে।

এ ব্যপারের অভিযুক্ত চান মিয়াসহ তাদের সহযোগীদের বাড়িতে গেলে কাউকে পাওয়া যায়নি। অভিযুক্তরা মোবাইল ফোন ব্যবহার না করায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।  

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান জানান, শৈলাট গাজীপুরে জমি সংক্রান্ত বিষয়ে মারামারির ঘটনা শুনেছি। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে সরেজমিন বিষয়টি জেনেছে। তবে এ ঘটনায় এখানো কোনো অভিযোগ পায়নি। অভিযোগ দিলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত