শ্রীপুরে কারখানার শ্রমিককে হত্যার অভিযোগে একজন আটক
প্রকাশ: ২ এপ্রিল ২০২২, ১৮:৫০ | আপডেট : ১৯ জানুয়ারি ২০২৫, ১৭:২১
গাজীপুরের শ্রীপুর উপজেলায় একটি তৈরি পোশাক শ্রমিককে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগ উঠেছে এ ঘটনায় এক কিশোরকে আটক করেছে পুলিশ।
শনিবার (২এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার আনোয়ারা মান্নান টেক্সটাইল কারখানায় এ ঘটনা ঘটে। নিহত অপু (১৯) মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার পূর্ব শিয়ালদী গ্রামের পলাশ মিয়ার ছেলে।
বিষয়টি কারখানায় ছড়িয়ে পরলে কারখানার কর্তৃপক্ষ অপুর সহকর্মী রাজুকে আটক করে পুলিশে দিয়েছে।
আটককৃত কিশোর রাজু (১৫) দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার মাধ্যমপাড়া গ্রামের বাসিন্দা, রাজু ও অপু তারা দুজনেই শ্রীপুর উপজেলার আনোয়ারা মান্নান টেক্সটাইল কারখানা শ্রমিক ।
কারখানার শ্রমিকেরা বলেন, সকাল পৌনে ৬টায় দুই সহকর্মী মিলে ময়লা পরিষ্কার করার মেশিন দিয়ে কারখানার ফ্লোর পরিষ্কার করছিলেন। এ সময় অপু দুষ্টামির ছলে সহকর্মী রাজুর পায়ুপথে ময়লা পরিষ্কার করার নল ঢুকিয়ে হাওয়া দেওয়ার চেষ্টা করে।
পরে নলটি রাজু কেড়ে নিয়ে সে অপুর মলদ্বারে ঢুকিয়ে দেয়। এতে অপু অসুস্থ হয়ে পড়ে। ঘটনাটি কর্তৃপক্ষের নজরে এলে অপুকে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসক সকাল ৮টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
শ্রীপুর মডেল থানার (ওসি) খোন্দকার ইমাম হোসেন বলেন, কিশোরকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত