শ্রীপুরে কাভার্ডভ্যান চাপায় মোটরসাইকেল অরোহী নিহত
প্রকাশ: ২ মে ২০২২, ১৬:২১ | আপডেট : ১৫ জানুয়ারি ২০২৫, ১৮:৩৯
গাজীপুরেরর শ্রীপুরে কাভার্ডভ্যান চাপায় মোটরসাইকেল অরোহী হারেজ খাঁ (৩৮) নিহত হয়েছে। সে উপজেলার গাজীপুর ইউনিয়নের নগর হাওলা গ্রামের আতশ আলী খাঁর ছেলে। এ ঘটনায় স্থানীয়দের সহায়তায় কাভার্ডভ্যান চালককে আটক করেছে পুলিশ। সোমবার (২ মে) দুপুর সাড়ে ১২ টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপজেলার জৈনা বাজার এলাকায় দুর্ঘটনাটি ঘটে। মাওনা হইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ওসি আমিনুল ইসলাম জানান, ফরিদপুর গ্রামের (আরএকে সিরামিক কারখানার) সামনে থেকে মহাসড়কের পূর্ব পাশ (রং সাইড) দিয়ে নগর হাওলা গ্রামের নিজ বাড়ীতে যাচ্ছিলেন হারেজ। এসময় ঢাকাগামী দ্রুত গতির কাভার্ড ভ্যান নিয়ন্ত্রন হারিয়ে তার মোটর সাইকেলকে চাপা দিয়ে সড়কের পাশে বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা লাগে। এতে মোটর সাইকেলকসহ সে সড়কে পড়ে গিয়ে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই নিহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। স্থানীয়রা কাভার্ডভ্যান চালক আল-আমিনকে আটক করেছে পুলিশে সোপর্দ করে। নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে। তার পরিবারের সদস্যদের কোনো অভিযোগ না থাকলে বিনা ময়না তদন্তে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত