শ্রীপুরে অটোরিকশা মলিককে শ্বাসরোধ করে হত্যার ২৪ ঘন্টা পর জড়িতদের গ্রেপ্তার

  গাজীপুর প্রতিনিধি:

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২২, ১৪:২০ |  আপডেট  : ১৯ জানুয়ারি ২০২৫, ০৮:০৮

গাজীপুরের শ্রীপুরের সিঁধ কেটে ঘরে ঢুকে অটোরিকশা মলিক ও চালক আনোয়ার হোসেন আনুকে (৫০) শ্বাসরোধ করে হত্যার ঘটনার ২৪ ঘন্টা পর জড়িতদের গ্রেপ্তার করেছে শ্রীপুর থানা পুলিশ। সোমবার (১১ এপ্রিল) ময়মনসিংহের ভালুক ও ধোবাউড়া উপজেলায় পৃথক অভিযান চালিয়ে হত্যাকান্ডে জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (১২ এপ্রিল) বিকেল সাড়ে ৫টায় শ্রীপুর থানা প্রাঙ্গনে সাংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন গাজীপুরের সহকারী পুলিশ সুপার (কালিয়াকৈর সার্কেল) আজমির হোসেন।

গেপ্তারকৃতরা হলো শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের বাঁশবাড়ি গ্রামের মৃত ফরহাদ আলীর ছেলে রুহুল আমিন (২৪), সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নায়ায়নদাহ গ্রামের শুক্কুর আলীর ছেলে আব্দুর রহিম (৩৪) এবং ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার চন্দ্রকোণা গ্রামের ফারুক হোসেনের ছেলে শরিফ আহমেদ (৩৫)। এসময় তাদের কাছ থেকে ছিনতাইকৃত অটোরিকশাটিও উদ্ধার করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আবু জাফর মোল্লা জানান, মোবাইল নাম্বারের সূত্র ধরে তথ্য প্রযুক্তির মাধ্যমে খুনীদের অবস্থান নিশ্চিত করা হয়। পরে সোমবার দিনব্যপী ময়মনসিংহের ভালুকা এবং ধোবাউড়া উপজেলা এলাকায় পৃথক অভিযানর পরিচালানা করে তাদের গ্রেপ্তার করা হয়। গেপ্তারকৃতরা জিজ্ঞাসাবাদে স্বীকার করে তারা সিঁধ কেটে ঘরে প্রবেশ করে অটোরিকশা চুরি করছিল। এ সময় শব্দ পেয়ে মালিক ও চালক আনোয়ার হোসেনের ঘুম ভেঙে গেলে সে প্রধান আসামী রুহুল আমিনকে চিনে ফেলে। পরে রুহুল ও তার সাথে থাকা অপর দুই আসামীর সহযোগীতায় আনোয়ারের গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের আমতলী গ্রামে থেকে ছিনতাইকৃত অটোরিকশাটি উদ্ধার করা হয়।

উল্লেখ্য, রবিবার (১০ এপ্রিল) দিবাগত রাতের কোনো এক সময় আসামীরা উপজেলার গাজীপুর ইউনিয়নের বাঁশবাড়ি গ্রামের মৃত হারেছ আলীর ছেলে অটোরিকশা মলিক ও চালক আনোয়ার হোসেন আনুকে শ্বাসরোধে হত্যা করে অটোরিকশা নিয়ে পালিয়ে যায়।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত