শ্রীপুরের কাঁঠালে রয়েছে অনন্য স্বাদ
শ্রীপুরের জৈনা বাজার সবচেয়ে বড় কাঁঠালের হাট
প্রকাশ: ২৫ জুন ২০২২, ১৬:২১ | আপডেট : ২১ জানুয়ারি ২০২৫, ১৮:১১
উপজেলা প্রশাসন চত্বরে তৈরি করা হয়েছে বিশাল কাঁঠালের ভাস্কর্য। অফিশিয়াল স্লোগান ‘সবুজে শ্যামলে শ্রীপুর, মিষ্টি কাঁঠালে ভরপুর। গাজীপুরের শ্রীপুরের কাঁঠালের আলাদা পরিচিতি আছে দেশজুড়ে। শুধু কাঁঠাল বিক্রির জন্য এখানে জমে বড় বাজার। এখানে যে শুধু রেকর্ড পরিমাণ কাঁঠাল হয়, তা নয় এখানকার কাঁঠাল রপ্তানি হয় বিদেশেও। তাই জেলা প্রশাসন কাঁঠালকে শ্রীপুরের ব্র্যান্ডিং করেছে।
ঢাকা-ময়মনসিংহ মহা সড়কের গাজীপুরের শেষ সিমান্ত এলাকার শ্রীপুর উপজেলার জৈনা প্রতিবছরের ন্যায় এবছরও জমে উঠেছে কাঁঠালে বিশাল হাট। এই উপজেলা এখন কাঁঠালে সয়লাব। গ্রাম কিংবা শহর, সবখানেই কাঁঠাল বেচাকেনার ধুম। শ্রীপুর উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, প্রতিবছর এই অঞ্চলে গড়ে ৭৮ হাজার মেট্রিক টন কাঁঠাল উৎপাদন হয়। খাজা, গালা ও দুরসা— এই তিন জাতের কাঁঠাল এখানে উৎপাদন হয় প্রচুর পরিমাণে। এ বছর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে ইউরোপ ও মধ্যপ্রাচ্যে খাজা জাতের কাঁঠাল রপ্তানি করা হয়েছে। আরও রপ্তানির প্রক্রিয়া চলছে। শ্রীপুরের জৈনা বাজার এ অঞ্চলের সবচেয়ে বড় কাঁঠালের হাট। করোনা পরিস্থিতির কারণে গত বছর কাঁঠাল বিপণনে বড় ধরনের ক্ষতির মুখোমুখি হতে হয়েছিল বাগান মালিকদের। এ বছর কাঁঠাল উৎপাদন ভালো হয়েছে। ক্ষতি পুষিয়ে নিতে পারবেন বলে বাগান মালিকেরা আশা করছেন।
সম্প্রতি শ্রীপুরের গাজীপুর ইউনিয়নের নগরহাওলা, মাওনা ইউনিয়নের চকপাড়া, তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি, রাজাবাড়ি ইউনিয়নের রাজাবাড়ি বাজার, ছাতির বাজার, শ্রীপুর পৌরসভার কেওয়া ও চন্নাপাড়া ধনুয়া এলাকায় গিয়ে দেখা যায়, কাঁঠাল নিয়ে একধরনের ব্যস্ততা। স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে ঘুরে ঘুরে একদল ক্রেতা কাঁঠাল কিনছেন। সেগুলো স্তুপ করে রাখা হয়েছে সড়কের পাশে। আরেক দল ক্রেতা তাঁদের কাছ থেকে কাঁঠাল পাইকারি কিনে নিচ্ছেন। ভ্যানগাড়িতে তুলে পাঠিয়ে দেওয়া হচ্ছে পাইকারি বাজারে। এরপর বাজারে বিক্রি করা হচ্ছে আড়তদারদের মাধ্যমে। আর আড়তদারদের কাছ থেকে দেশের বিভিন্ন জেলা থেকে আসা বড় বড় পাইকারেরা সেগুলো কিনে নিচ্ছেন।
বেশির ভাগ কাঁঠাল বাগানের মালিকেরা ছোট অবস্থায় কাঁঠাল পাইকারের কাছে বিক্রি করে দেন। এরপর সুবিধামতো সময়ে ক্রেতা সেগুলো গাছ থেকে কেটে নেন। তবে অনেকেই ভালো দাম পাওয়ার আশায় নিজেই গাছ থেকে কাঁঠাল কেটে সেগুলো খুচরা বাজারে বিক্রি করেন।
আবদার এলাকার এমনই এক বিক্রেতা শনিবার সকালে জৈনা বাজার কাঁঠাল বিক্রির জন্য নিয়ে যাচ্ছিলেন। এ ছাড়া ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনাবাজার থেকে শুরু করে দক্ষিণে মাওনা চৌরাস্তা, গড়গড়িয়া মাস্টারবাড়ি হয়ে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত সড়কের দুই পাশে প্রচুর কাঁঠালের দেখা পাওয়া যায়। সেখানে ছোট ছোট পাইকারি ও খুচরা বাজারে বেচাকেনা হচ্ছে কাঁঠাল। কাঁঠালের ভরা মৌসুমে এসব এলাকায় অস্থায়ী বাজারগুলো বসে।
জৈনাবাজারে গিয়ে দেখা যায়, সেখানে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পশ্চিম পাশে বিশাল জায়গাজুড়ে কাঁঠালের পাইকারি বাজার বসেছে। বাজারে বড় বড় আড়তদারের কাছ থেকে পাইকারি দরে কাঁঠাল কিনে সেগুলো ট্রাকে তোলা হচ্ছে। অপর দিকে সড়কের পাশে শত শত রিসকা,মিনি ট্রাক,পিক-আপ ও ভ্যানগাড়িতে কাঁঠাল ভর্তি করে বিক্রির অপেক্ষায় দাঁড়িয়ে আছেন লোকজন। তাঁরা মূলত স্থানীয় পাইকার। একেকটি ভ্যানগাড়িতে মাঝারি আকারের ২০ থেকে ৫০টি কাঁঠাল ধরে। বড় পাইকারেরা ভ্যানগাড়িতে থাকা কাঁঠালগুলোর আনুমানিক মূল্য নির্ধারণ করে দর–কষাকষি করছেন।
কাঁঠালের এই পাইকারি হাটকে কেন্দ্র করে চার মাস ধরে দুই থেকে আড়াই শ’ মানুষের কর্মসংস্থান হয় বলে দাবি করেছেন বেশ কয়েকজন আড়তদার রতন মিয়া ও খলিল মিয়া বলেন, কেউ মাঠপর্যায়ে কাঁঠাল কেনে, কেউ আবার সেগুলো ভ্যানগাড়িতে ভর্তি করে। অনেকেই চুক্তিভিত্তিক কাঁঠাল কেনার কাজে নিয়োজিত। এ ছারা বিভিন্ন জেলা থেকে আসা পাইকারদের কাঁঠাল ট্রাকে উঠিয়ে দেওয়ার জন্য প্রচুর শ্রমিক কাজ করেন এখানে।
জৈনাবাজারে কাঁঠালের মূল্য নিয়ে কথা হয় সেখানকার পাইকারি বিক্রেতা মো. চাঁন মিয়ার সঙ্গে। তিনি বলেন, মাঝারি আকারের ১০০ কাঁঠালের লট বিক্রি হচ্ছে ৫ থেকে ৬ হাজার টাকা দরে। খুব বড় আকারের কাঁঠালের ক্ষেত্রে লটপ্রতি দাম ৭ থেকে ৮ হাজার। আর ছোট কাঁঠাল বিক্রি হচ্ছে ৩ থেকে ৫ হাজারে। নিজের বাগানের কাঁঠাল জৈনাবাজারে সরাসরি বড় পাইকারের কাছে বিক্রি করতে এসেছেন গাজীপুর গ্রামের মো. মিজানুর রহমান। তিনি বলেন, বাগান থেকে স্থানীয় পাইকারদের কাছে বিক্রি করলে মূল্য কম পাওয়া যায়। তাই তিনি নিজেই কাঁঠাল বাজারে নিয়ে এসেছেন। তিনটি গাড়িতে ৭০টি কাঁঠাল নিয়ে এসেছেন। ৬ হাজার টাকা দরে ৫০টি কাঁঠাল বিক্রি করেছেন তিনি।
তলিহাটি ইউনিয়নের আনসার টেপিরবাড়ি গ্রামের কাশেম আজাদ বলেন, এ বছর কাঁঠালের উৎপাদন তুলনামূলক ভালো। তিনি কাঁঠাল ছোট থাকা অবস্থায় পাইকারদের কাছে কিছু গাছ হিসেবে বিক্রি করে দিয়েছেন। বেশ কিছু গাছের কাঁঠাল এখন বিক্রি হচ্ছে। তিনি এ বছর এখন পর্যন্ত ৫০ হাজার টাকার কাঁঠাল বিক্রি করেছেন।
রাজাবাড়ি এলাকার মোসলেম উদ্দিন বলেন, তাঁর ৬০টি কাঁঠালগাছ এবার ১ লাখ টাকা বিক্রি হয়েছে। ছোট অবস্থায় পাইকারেরা গাছ ধরে কাঁঠাল কিনে নেন। পুরো মৌসুমজুড়ে সুবিধামতো সময়ে গাছ থেকে কাঁঠাল কেটে বিক্রি করেন তাঁরা।
মাওনা চৌরাস্তা কাঁঠালের খুচরা বিক্রেতা মো. আল মামুন বলেন, বড় আকারের একেকটি কাঁঠাল তিনি ৮০-১৫০ টাকায় বিক্রি করছেন। ছোটগুলো ৫০ থেকে ৭০ টাকার মধ্যে। শিল্প এলাকা হওয়ায় এখানে কাঁঠালের ভালো ক্রেতা আছে।
শ্রীপুর উপজেলা কৃষি কর্মকর্তা এ এস এম মূয়ীদুল হাসান বলেন, এ বছর প্রচুর কাঁঠাল বিক্রি হচ্ছে। সরকারি উদ্যোগে শ্রীপুরের কাঁঠাল বিদেশেও পাঠানো হচ্ছে। প্রতিদিন জৈনাবাজার থেকে পাইকারদের হাত হয়ে শ্রীপুরের কাঁঠাল যাচ্ছে দেশের বিভিন্ন জেলা উপজেলাতে।
ক্যাপশনঃ- ছোট ছোট ভ্যান-ঠেলাগাড়িতে থরে থরে সাজানো ছোট-বড় কাঁঠাল। গাজীপুরের শ্রীপুরের জৈনাবাজারে
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত