শ্রীনগর-শেখরনগর খালের মাটি লুট

  মোঃ‌লিটন মাহমুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২২, ১৮:৩৬ |  আপডেট  : ৯ জানুয়ারি ২০২৫, ২২:২৭

মুন্সীগঞ্জ শ্রীনগর সদর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান তাইজুল ইসলাম শ্রীনগর-শেখরনগর খালের মাটি লুট করে নিজের বাড়ি ভরাট করছে। তিনি শ্রীনগর বিএনপি'র উপদেষ্টা। 

জানা গেছে, শ্রীনগর উপজেলার সদর ইউনিয়নের উপজেলা পরিষদের সামনে খালটি ৩০জন শ্রমিক দিয়ে তাড়াহুড়া করেই খাল কেটে মাটি নিয়ে নিজের বাড়ি ভরাট করছে। 

শ্রীনগর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাইজুল ইসলামের কাছে খালের মাটি কাটা বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এটা কি সাংবাদিকের কাজ, তখন সাংবাদিক বলেন যে খানে অনিয়ম হবে আমরা সেই বিষয় লেখার অধিকার আছে। 

এব্যাপারে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সবজি আহমেদ বলেন, খালের মাটি কাটার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছি।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত