শ্রীনগর উপজেলা পরিষদ নির্বাচনে উঠান বৈঠকের সফলতায় এগিয়ে যাচ্ছে মামুন
প্রকাশ: ২৪ মে ২০২৪, ১৪:১৯ | আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৪, ০৮:৩৬
আসন্ন শ্রীনগর উপজেলা পরিষদ নির্বাচনে সাংগঠনিক দক্ষতা আর বিগত নির্বাচনগুলোর অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে উঠান বৈঠকের মাধ্যমে এগিয়ে যাচ্ছেন মশিউর রহমান মামুন । দ্বিতীয় বারের জন্য মশিউর রহমান মামুন কে কাপ পিরিচ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার লক্ষ্যে প্রতিনিয়ত চলছে ওয়ার্ড পর্যায়ের উঠান বৈঠক। নির্বাচনের দিনক্ষণ যত ঘনিয়ে আসছে , মামুন সমর্থকদের নির্বাচনী কৌশল ভোটারদেরকে ততই আকৃষ্ট করছে। তারা বিগত পাচ বছরে মামুনের সততা নিষ্ঠা এবং উন্নয়ন কর্মকাণ্ডের ফিরিস্তি তুলে ধরায় বিবেকবান ও সুশীল সমাজের কাছে বিষয়টি যথেষ্ট প্রধান্য পায়।
এছাড়া সাম্প্রতীক কালে মশিউর রহমান মামুন ও তার ছোট ভাই মাসুদের বিরুদ্ধে বাস্তবতা বিবর্জিত ভিত্তিহীন একটি টিভি প্রতিবেদন সাধারণ মানুষসহ সচেতন মহলকে দারুণ ভাবে ব্যাথিত করেছে । এরই ফলশ্রুতিতে কাপ- পিরিচ মার্কার নির্বাচনী মাঠে ভোট সংগ্রহে নেমেছেন শ্রীনগর উপজেলার বেশকিছু জনপ্রিয় রাজনৈতিক ব্যাক্তিত্ব ।
এরা হচ্ছেন - শেখ রাসেল ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা সভাপতি ও মুন্সিগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি নূরুল আলম চৌধুরী , জেলা আওয়ামীলীগের সহসভাপতি কাজী সামসুল আলম সবজল, সাবেক ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সেলিম আহাম্মেদ ভুঁইয়া , কেন্দ্রীয় যুবলীগের সাবেক যুগ্ম সম্পাদক ও বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব জাকির হোসেন । আওয়ামীলীগের কেন্দ্রীয় উপ কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মাকসুদ আলম ডাবলু ,কেন্দ্রীয় যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এমরান হোসেন খান , কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহসভাপতি গোলাম সরোয়ার মামুন ,কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান চপল, কেন্দ্রীয় আওয়ামী লীগ উপকমিটির সদস্য ব্যারিষ্টার গোলাম কিবরিয়া শিমুল , বিকল্প ধারার সাবেক কেন্দ্রীয় নেতা ডাঃ আব্দুল হাকিম সহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্র লীগ ও বিভিন্ন সহযোগী সংগঠনের অধিকাংশ নেতা-কর্মীরা মাঠে রয়েছেন কাপ পিরিচের প্রচারনায়। এ ছাড়া সরজমিন ঘুরে জানা যায় , ১৪ টি ইউনিয়নের মধ্যে অধিকাংশ মুক্তিযোদ্ধা, চেয়ারম্যান, মেম্বার, শিক্ষক সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষের মুখে এখন কাপ পিরিচের সাফল্যের কথা ।
বিশেষ করে গত ২৩ মে বৃহস্পতিবার সন্ধ্যায় ষোলঘড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুস ছালামের কেয়টখালীর বাড়িতে জাকিরের সভাপতিত্বে উঠান বৈঠকের আয়োজন করলে তা জনসমাবেশে রুপ নেয়। ঐ দিন রাতে হাসাড়া ইউনিয়নে ৭ নং ওয়ার্ডের উঠান বৈঠকে- ও একই চিত্র দেখা যায় । এ অবস্থা দেখে অনেকেই বলে বেড়াচ্ছেন, গত উপজেলা নির্বচনে মামুনের নিকটতম প্রতিদ্বন্দ্বী বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মোঃ জাকির হোসেন শেষ মূহুর্তে কাপ পিরিচের নির্বাচনে নামায় মামুনের বিজয় আর একধাপ এগিয়ে গেলো।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত