শ্রীনগর উপজেলা পরিষদ নির্বাচনে উঠান বৈঠকের সফলতায় এগিয়ে যাচ্ছে  মামুন

প্রকাশ : 2024-05-24 14:19:04১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

শ্রীনগর উপজেলা পরিষদ নির্বাচনে উঠান বৈঠকের সফলতায় এগিয়ে যাচ্ছে  মামুন

আসন্ন শ্রীনগর উপজেলা পরিষদ নির্বাচনে সাংগঠনিক দক্ষতা আর বিগত নির্বাচনগুলোর অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে উঠান বৈঠকের মাধ্যমে এগিয়ে যাচ্ছেন মশিউর রহমান মামুন । দ্বিতীয়  বারের জন্য মশিউর রহমান মামুন কে কাপ পিরিচ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার লক্ষ্যে প্রতিনিয়ত চলছে ওয়ার্ড পর্যায়ের উঠান বৈঠক। নির্বাচনের দিনক্ষণ যত ঘনিয়ে আসছে , মামুন সমর্থকদের নির্বাচনী কৌশল ভোটারদেরকে ততই আকৃষ্ট করছে। তারা  বিগত পাচ বছরে  মামুনের সততা নিষ্ঠা এবং উন্নয়ন  কর্মকাণ্ডের  ফিরিস্তি তুলে ধরায় বিবেকবান  ও সুশীল সমাজের কাছে বিষয়টি যথেষ্ট প্রধান্য পায়।
 
এছাড়া সাম্প্রতীক কালে মশিউর রহমান মামুন ও তার ছোট ভাই মাসুদের  বিরুদ্ধে বাস্তবতা বিবর্জিত ভিত্তিহীন একটি টিভি প্রতিবেদন সাধারণ মানুষসহ সচেতন মহলকে দারুণ ভাবে  ব্যাথিত করেছে ।  এরই ফলশ্রুতিতে কাপ- পিরিচ মার্কার নির্বাচনী মাঠে  ভোট  সংগ্রহে  নেমেছেন শ্রীনগর উপজেলার  বেশকিছু  জনপ্রিয় রাজনৈতিক ব্যাক্তিত্ব । 

এরা হচ্ছেন - শেখ রাসেল ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা সভাপতি ও মুন্সিগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি নূরুল আলম চৌধুরী ,  জেলা আওয়ামীলীগের সহসভাপতি কাজী সামসুল আলম সবজল, সাবেক ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সেলিম আহাম্মেদ ভুঁইয়া , কেন্দ্রীয় যুবলীগের সাবেক যুগ্ম  সম্পাদক ও বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব জাকির হোসেন । আওয়ামীলীগের  কেন্দ্রীয় উপ কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মাকসুদ আলম ডাবলু ,কেন্দ্রীয় যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক  এমরান হোসেন খান , কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহসভাপতি গোলাম  সরোয়ার মামুন ,কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক  মশিউর রহমান চপল, কেন্দ্রীয় আওয়ামী লীগ উপকমিটির সদস্য ব্যারিষ্টার গোলাম কিবরিয়া শিমুল , বিকল্প ধারার সাবেক কেন্দ্রীয় নেতা ডাঃ আব্দুল হাকিম সহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্র লীগ ও বিভিন্ন সহযোগী সংগঠনের  অধিকাংশ নেতা-কর্মীরা মাঠে রয়েছেন কাপ পিরিচের প্রচারনায়। এ ছাড়া সরজমিন ঘুরে জানা যায় ,  ১৪ টি ইউনিয়নের মধ্যে অধিকাংশ মুক্তিযোদ্ধা, চেয়ারম্যান, মেম্বার, শিক্ষক সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষের মুখে এখন কাপ পিরিচের সাফল্যের কথা । 

বিশেষ করে গত ২৩ মে বৃহস্পতিবার সন্ধ্যায় ষোলঘড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুস ছালামের কেয়টখালীর বাড়িতে জাকিরের সভাপতিত্বে  উঠান বৈঠকের আয়োজন করলে তা জনসমাবেশে রুপ নেয়।  ঐ দিন রাতে হাসাড়া ইউনিয়নে ৭ নং ওয়ার্ডের উঠান বৈঠকে- ও একই চিত্র দেখা যায় । এ অবস্থা দেখে অনেকেই বলে বেড়াচ্ছেন, গত উপজেলা নির্বচনে মামুনের  নিকটতম প্রতিদ্বন্দ্বী বিশিষ্ট  শিল্পপতি আলহাজ্ব  মোঃ জাকির হোসেন শেষ মূহুর্তে কাপ পিরিচের নির্বাচনে নামায় মামুনের বিজয় আর একধাপ এগিয়ে গেলো।