শ্রীনগর উপজেলা কল্যান সমিতির বিজয়ের ৫০ বছর উদযাপন
প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২১, ২২:০৬ | আপডেট : ৬ জানুয়ারি ২০২৫, ২১:২১
৫০ তম বিজয় দিবসের সুবর্নজয়ন্তী উপলক্ষ্যে শ্রীনগর উপজেলা কল্যান সমিতি এক আলোচনা সভার আয়োজন করেন। সমিতির সভাপতি মোশারফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ইসলামী ব্যংকের পরিচালক জয়নাল আবেদিন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিন এশিয়া বিষয়ক উপদেষ্টা ডাঃ মুযাহেরুল হক।
সমিতির সাধারন সম্পাদক জিএমএ লতিফের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন খাল বিল জলাশয় রক্ষা কমিটির সভাপতি মুহাম্মদ জাহাঙ্গীর খান, সমিতির যুগ্ম সাধারন সম্পাদক হাফিজুল ইসলাম খান, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শাহাদাত হোসেন আকাশ, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মমিনউল্লাহ সদস্য এনায়েত হোসেন, আবু জাফর জিয়া প্রমুখ। আলোচনা সভা সঞ্চালনা করেন সহ সাধারন সম্পাদক মাহতাব উদ্দিন সুজন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত