শ্রীনগরে হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার 

  নজরুল ইসলাম, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ

প্রকাশ: ৮ জানুয়ারি ২০২২, ০৯:৩৭ |  আপডেট  : ১৬ জানুয়ারি ২০২৫, ২২:০৭

মুন্সীগঞ্জের শ্রীনগরে বিশেষ অভিযান পরিচালনা করে ৬ গ্রাম হেরোইনসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব। গতকাল শুক্রবার দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়। গ্রেফতার কৃতরা মাদক কারবারি  উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের বালাশুর গ্রামের নিতাই দাসের ছেলে গোবিন্দ দাস(২৮)।

শ্রীনগর থানার ওসি আমিনুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় র‍্যাব-১০।বৃহস্পতিবার উপজেলার বালাশুর বউ বাজার এলাকা থেকে ০৬ গ্রাম হেরোইন সহ মাদক মামলার আসামী গোবিন্দ দাসকে আটক করে শ্রীনগর থানায় দিয়ে যায়। আজ দুপুরে  তাকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত