শ্রীনগরে হাসাড়া পালেরবাড়ী সার্বজনীন শ্রীশ্রী লক্ষ্মী পূজা ও বাউল গান অনুষ্ঠিত
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৪, ১১:০৬ | আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ১৫:২৮
মুন্সীগঞ্জের শ্রীনগরে হাসাড়া পালেরবাড়ী সার্বজনীন শ্রী শ্রী লক্ষ্মী পূজা ও বাউল গান গেয়ে অনুষ্ঠিত হয়েছে।
রোববার রাত ৮টায় উপজেলার হাসাড়া পালেরবাড়ী সার্বজনীন শ্রী শ্রী লক্ষ্মী পূজা উপলক্ষে হাসাড়া ইউনিয়ন বিএনপির আয়োজনে বাউল গান পরিবেশন করা হয়। পূজা কমিটির সভাপতি পরমেশ্বর রাজবংশীর সভাপতিত্বে এবং মোফাজ্জল হোসেন মিন্টুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু। তিনি তার বক্তব্যে বলেন, হিন্দু ভাইয়েরা শুধু দুর্গাপূজা ও লক্ষীপূজা নয় ; আপনারা নির্ভয়ে সকল প্রকার ধর্মীয় অনুষ্ঠান পালন করে যাবেন। কেউ প্রতিবন্ধকতা সৃষ্টি করলে আমরা জাতীয়তাবাদী দলের সকল শক্তি নিয়ে আপনাদের পাশে থকবো।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজদিখান উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস ধীরণ, সাঃ সম্পাদক আওলাদ হোসেন।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি আওলাদ হোসেন উজ্জল, শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ ইয়াছিন মুন্সি, যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক মাইনুল ইসলাম হিটু, হাসাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মুনসুর মাঝি, ছাত্রনেতা নাসিরুল আলম পলাশ, হালিম শেখ, পুজা কমিটির সভাপতি শ্রী পরেমেশ্বর রাজবংশী, সাঃ সম্পাদক কুলিন রাজবংশী, নারী ও শিশু বিষয়ক ফোরাম মুন্সীগঞ্জ জেলা কমিটির সাঃ সম্পাদক জসিম মোল্লা, সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান ফাহাদ প্রমুখ।
কা/আ
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত