শ্রীনগরে সুখেন ফাউন্ডেশনের বস্ত্র বিতরণ

  শ্রীনগর হতে অধির দত্ত

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২২, ১১:১৬ |  আপডেট  : ১৭ জানুয়ারি ২০২৫, ০১:৫৮

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে সুখেন ফাউন্ডেশনের উদ্যোগে শ্রীনগরে দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। শ্রীনগর ও সিরাজদিখান উপজেলার ২৮ ইউনিয়নে দুস্থ নারী ও পুরুষের মাঝে ১০ হাজার পিস বস্ত্র বিতরণ কর্মসূচির অংশ হিসাবে শুক্রবার সকালে শ্রীনগর উপজেলার রাঢ়ীখাল ইউনিয়ন পরিষদ থেকে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। 

সুখেন ফাউন্ডেশনের চেয়ারম্যান স্বপন কুমার মোদকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন শ্রীনগর উপজেলা চেয়ারম্যান মো. মশিউর রহমান মামুন। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন রাঢ়ীখাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক খান বারি, সুখেন ফাউন্ডেশনের পরিচালক সুশীল কুমার মোদক, শ্রীনগর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ আমজাদ হোসেন আলমাস, মুন্সীগঞ্জ জেলা যুবলীগের সহসভাপতি স্বপন রায়, উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধির দত্ত, অ্যাডভোকেট জাকির হোসেন, যুবলীগ নেতা শামীম আহমেদ, কাজল দাস প্রমুখ।

এ সময় সুখেন ফাউন্ডেশন চেয়ারম্যান স্বপন কুমার মোদক বলেন, ধর্ম মানবকল্যাণের জন্য প্রত্যেক ধর্মেই মানবতার কথা বলা হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে মহান স্বাধীনতা যুদ্ধে হিন্দু মুসলমানসহ বিভিন্ন ধর্মের ও বর্ণের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে এ দেশকে স্বাধীন করেছিল। তাই আমাদের সবার উচিত ধর্ম-বর্ণের ঊর্ধ্বে দেশ ও জাতির কল্যাণে কাজ করা।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত