শ্রীনগরে শিশুর আত্মহত্যা
প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২২, ১০:২২ | আপডেট : ৪ জানুয়ারি ২০২৫, ১৫:১৯
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় নূরী (৯) নামে এক শিশু আত্মহত্যা করেছে। গত মঙ্গলবার রাত ৮ টার দিকে উপজেলার শ্রীনগর ইউনিয়নের হরপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নূরী ওই এলাকার দিনমজুর মো. রাসেলের কন্যা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।
শিশুটির পিতা রাসেল জানান, তিনি কাজে ছিলেন। তার স্ত্রী শ্রীনগর বাজারে কেনা কাটা করতে যায়। প্রতিবেশীদের কাছে খবর পেয়ে বাড়িতে এসে দেখি আমার মেয়ে আত্মহত্যা করেছে।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জে পাঠিয়েছি। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত