শ্রীনগরে লকডাউনের তৃতীয় দিনে ৩২ টি মামলা
প্রকাশ: ৪ জুলাই ২০২১, ০৯:০০ | আপডেট : ২ জানুয়ারি ২০২৫, ১২:৪২
শ্রীনগরে করোনা ভাইরাস সংক্রমণ রোধে সরকার ঘোষিত চলমান কঠোর লকডাউনের তৃতীয় দিনে ৩২টি মামলা হয়েছে। ৩টি ভ্রাম্যমান আদালতে এসব মামলায় জরিমানা আদায় করা হয়েছে ১৫ হাজার ৯শ টাকা। ভ্রাম্যমাণ আদালতগুলো পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার প্রণব কুমার ঘোষ। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুর রহিম সুজন এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কেয়া দেবনাথ। এসময় ভ্রাম্যমান আদালতের সাথে সেনাবাহিনী,আনসার ও পুলিশের টিম ছিল।
শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার প্রণব কুমার ঘোষ জানান, চলমান নিষেধাজ্ঞার নির্দেশনা পালনের জন্য ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে। এছাড়াও সেনাবাহিনী, র্যাব, পুলিশ ও আনসার ব্যাটলিয়ন উপজেলার বিভিন্ন স্থানে টহল চালিয়ে যাবে। তিনি করোনা ভাইরাস থেকে দুরে থাকার জন্য জনগনকে সরকারের নির্দেশনা মেনে চলার আহবান জানান।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত