শ্রীনগরে রোটারী ক্লাবের উদ্যোগে ফ্রী মেডিক্যাল ক্যাম্প
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৪, ১৩:৩৭ | আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৪, ১৮:৩৯
শ্রীনগরে রোটারী ক্লাবের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। রবিবার দিনব্যাপী কামারগাও আইডিয়াল হাই স্কুলে এ স্বাস্থ্য ক্যাম্পে প্রায় চার শতাধিক রোগীর মাঝে বিনামূল্যে ওষুধসহ স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।
রোটারি ক্লাব অব বিক্রমপুর এর চেয়ারম্যান দীয়া মোহাম্মদ এর সভাপতিত্বে ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাবেক সিনিয়র উপদেষ্টা অধ্যাপক ডাঃ এম মুজাহেরুল হক। এ সময় অন্যান্যদের বক্তব্য রাখেন রোটারি ক্লাবের সাবেক প্রেসিডেন্ট প্রফেসর ডাঃ নুরুল গনি, ডাঃ মো. জাহাঙ্গীর আলম, ডাঃ সাইফুর রহমান, ডাঃ সুমাইয়া আলম। এ সময় উপস্থিত ছিলেন ভাগ্যকুল ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ লিয়াকত খান, সমাজ সেবক শিক্ষাবিদ জাহাঙ্গীর হোসেন খান, গবেষক ড. মো সাইদুল ইসলাম খান অপু, শাহাদাত হোসেন আকাশ প্রমূখ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত