শ্রীনগরে রাতের অন্ধকারে ভরাট হয়ে যাচ্ছে সরকারি জলাশয় 

  নজরুল ইসলাম, প্রতিনিধি, শ্রীনগর ( মুন্সিগন্জ)  

প্রকাশ: ১৩ মে ২০২২, ২১:১২ |  আপডেট  : ২০ জানুয়ারি ২০২৫, ২৩:৩০

শ্রীনগর ভাগ্যকূল সড়কের ব্র্যাক অফিস ও মিল্কভিটা অফিসের মধ্যবর্তি সরকারি  জলাশয়টি রাতের অন্ধকারে ভরাট হয়ে যাচ্ছে। 

সরজমিনে গিয়ে জানা যায় , স্থানীয় ভূমি সিন্ডিকেটের সদস্য হোটেল দেলোয়ার , রব,  জাহাঙ্গীরসহ অজ্ঞাতনামা আর কয়েকজন মিলে এ ভরাট কার্যক্রম চালাচ্ছে। তারা জলাধার সংরক্ষন আইন , লিজের শর্ত কিংবা পরিবেশ আইন কোন কিছুর তোয়াক্কা  না করে রাতের অন্ধকারে ডাম্প ট্রাক দিয়ে বালি এনে ভরাট করে ফেলছে সরকারি জায়গা । 

এ বিষয়ে ভূমি সিন্ডিকেটের মূল হোতা হোটেল দেলোয়ারের কাছে জানতে চাইলে , তিনি বলেন, লিজের জায়গা সবাই যেভাবে ভরাট করে , আমিও সেভাবেই করছি । 

শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রনব কুমার ঘোষের কাছে জানতে চাইলে , তিনি  জানান, এটা যদি সরকারি সম্পত্তি হয়ে থাকে তাহলে সংশ্লিষ্ট কতৃপক্ষকে অভিহিত করবো। আর জলাশয় ভরাট হয়ে থাকলে আইনগত ব্যবস্থা নেবো। 

জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আকরাম  আলী হাওলাদার বলেন , লিজের শর্ত ভঙ্গ করে কেউ কোন জায়গা ভরাট করলে তার লিজ বাতিল সহ আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত