শ্রীনগরে মাহে রমজান উপলক্ষে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে অবহিতকরণ সভা
প্রকাশ: ১৬ মার্চ ২০২৩, ১১:৫৩ | আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৪, ১১:২২
শ্রীনগরে আসন্ন মাহে রমজান- ২০২৩ উপলক্ষে দ্রব্যমূল্য স্থিতিশীল ও নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে অবহিতকরণ সভা হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে ইউএনও সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হোসেন পাটওয়ারীর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবু বকর সিদ্দিক, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আবু তোহা মোহাম্মদ শাকিল, শ্রীনগর থানার ওসি (তদন্ত) মো. কামরুজ্জামান, শ্রীনগর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তাজুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল মতিন, পল্লী বিদ্যুৎ শ্রীনগর জোনালের ডিজিএস মদন গোপাল সাহা, উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর নাসরিন সুলতানা মিলি, উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার মো. রুবেল মিয়া, উপজেলার জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ফিরোজা বেগম প্রমুখ। এ সময় বিভিন্ন বাজারের ব্যবসায়ী-দোকানী ও কমিটির লোকজন উপস্থিত ছিলেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত