শ্রীনগরে প্রবাসী রমজান মুন্সী হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে থানায় বিক্ষোভ 

  নজরুল ইসলাম - শ্রীনগর ( মুন্সীগঞ্জ) প্রতিনিধি :

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৪, ১৯:৩৮ |  আপডেট  : ২১ ডিসেম্বর ২০২৪, ০৯:২২

মুন্সীগঞ্জের শ্রীনগরে সিঙ্গাপুর প্রবাসী রমজান মুন্সীকে নৃশংসভাবে হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাসির দাবীতে শ্রীনগর থানা কম্পাউন্ডে বিক্ষোভ মিছিল  করেছে এলাকাবাসী।

শুক্রবার (২৯ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় শ্রীনগর উপজেলাবাসীর আয়োজনে নিহতের নিজবাড়ী গাদিঘাট এলাকা থেকে মিছিল নিয়ে থানা  কম্পাউন্ডের ভিতরে এসে বিক্ষোভ করেন। পরে শ্রীনগর প্রেসক্লাবের সামনে  মানববন্ধন করেন তারা।

মানববন্ধনে উপস্থিত এলাকাবাসী তাদের বক্তব্যে বলেন, সিঙ্গাপুর প্রবাসী রমজান মুন্সীকে যারা নৃশংসভাবে হত্যা করেছে তাদের সনাক্ত করে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তীর আওতায় আনতে হবে। 

তারা আরো বলেন, ৭২ ঘন্টার মধ্যে রমজান হত্যাকারীদের সনাক্ত করে গ্রেফতার করা না হলে আগামী সোমবার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে অবরোধ করা হবে। 

উল্লেখ গত ২৫ নভেম্বর সোমবার দুপুরে শ্রীনগর দেউলভোগ এলাকা থেকে  সিঙ্গাপুর প্রবাসী রমজান মুন্সি নিখোঁজের ৩ দিন পর বুধবার দুপুরে শ্রীনগর খালে হতে হাত পা বাধা বস্তাবন্দি অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত রমজান মুন্সী উপজেলার শ্যামসিদ্ধি ইউনিয়নের গাদিঘাট মাঝেরহাটি গ্রামের সিরাজুল ইসলাম খোকা মুন্সির ছেলে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, নিহতের মা আফরোজা বেগম, স্ত্রী নাজমা বেগম, ভাই চান্দু মিয়া, বোন শিউলি আক্তার, উপজেলা যুবদলের সাবেক সভাপতি মতিউর রহমান মতিন,শ্যামসিদ্ধি ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী ইদ্রিস আলী, সাঃ সম্পাদক ইয়ামিন আহমেদ, যুগ্ম সাঃ সম্পাদক তাজুল ইসলাম সাংগঠনিক সম্পাদক নারায়ন মোল্লা, বিএনপি নেতা আঃ হাই তালুকদার, ইউনিয়ন যুবদলের আহবায়ক মোশারফ হোসেন, সদস্য সচিব রাজু আহমেদ, জিল্লুর রহমান,নুরুল ইসলাম পার্থ,ইকবাল,ওবায়দুল ইসলামসহ প্রায় সহস্রাধিক এলাকাবাসী।

 

কা/আ

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত