শ্রীনগরে প্রতিপক্ষের গুলিতে যুবক আহত 

  নজরুল ইসলাম শ্রীনগর (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৪, ১৩:৪৩ |  আপডেট  : ২২ ডিসেম্বর ২০২৪, ০০:০৫

ড্রেজার ব্যবসা, মাদক ও এলাকার আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে শ্রীনগরে প্রতিপক্ষের গুলিতে মোঃ নাহিদ হোসেন (২৩) নামক এক যুবক গুরুত্ব আহত হয়েছে। গত শনিবার রাত ১১টার দিকে শ্রীনগর উপজেলার মধ্যবাঘড়া গ্রামে এ ঘটনা ঘটে। বর্তমানে সে আশঙ্কাজনক অবস্থায়   ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে। এলাকাবাসী জানায় দীর্ঘদিন ধরে উপজেলার বাঘড়া ইউনিয়নের পদ্মা নদীর তীর হতে বালু উত্তোলন, ড্রেজার ব্যবসা ও মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে ম্যাগনেট গ্রুপ ও এমারত গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। গত শনিবার রাত ১১ টার দিকে ম্যাগনেট গ্রুপের সদস্য নাহিদ বাঘড়া বাজার থেকে বাড়ি ফেরার পথে পূর্ব থেকে ওৎপেতে  থাকা এমারত গ্রুপের লোকজন তার বুকে গুলি চালালে সে গুরুতর আহত হয়। গুলিবিদ্ধ আহত নাহিদ পূর্ব বাঘড়া গ্রামের লতিফ বেপারীর ছেলে। শ্রীনগর অফিসার ইনচার্জ মোঃ ইয়াসিন মুন্সী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি, অভিযোগ পেলে আসামিদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত