শ্রীনগরে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু
প্রকাশ: ১১ জুলাই ২০২২, ২১:৩৯ | আপডেট : ১৯ জানুয়ারি ২০২৫, ০৯:৫০
শ্রীনগরে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে। সোমবার সকালে উপজেলার ঢাকা-মাওয়া এ·প্রেসওয়ের শ্রীনগর পুরাতন ফেরিঘাট এলাকায় অজ্ঞাত গাড়ি চাপায় আলমগীর আলম (৩৮) নামে এক বাইসাইকেল আরোহী মারা যায়। সে পাটাভোগ ইউনিয়নের মাশুরগাঁও গ্রামের মোফাজ্জল হোসেনের পুত্র। আলমগীর আলম ২ সন্তানের জনক। পাটাভোগ ইউপি চেয়ারম্যান হামিদুল্লাহ্ খান জানান, মৃত আলমের পরিবারের লোকজন হাঁসাড়া হাইওয়ে থানা পুলিশের কাছ থেকে লাশটি নিয়ে এসেছেন।
অপরদিকে দুপুর ১ টার দিকে মহাসড়কের বেজগাঁও যাত্রী ছাউনীর সামনে মাওয়া গামী গাংচিল পরিবহণের যাত্রীবাহী বাসের পিছনে স্বাধীন এ·প্রেসের যাত্রীবাহী বাসের ধাক্কায় সুমন (১৫) নামে এক কিশোর গুরুতর আহত হয়। ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিস কর্মীরা গাংচিল বাসের যাত্রী আহত কিশোরকে উদ্ধার করেন। শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন সাব-অফিসার মো. শাহে আলম জানান, আহত সুমনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। সুমন ঢাকার আমিন বাজার এলাকার বাসিন্দা মো. আলাউদ্দিনের পুত্র।
হাঁসাড়া হাইওয়ে থানার এসআই মো. জহুরুল বলেন, সড়ক থেকে বাস ২টি সরানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি চলছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত