শ্রীনগরে পৃথক অভিযানে  ভ্রাম্যমান আদালতের ৫২ হাজার টাকা জরিমানা      

  নজরুল ইসলাম প্রতিনিধি, শ্রীনগর (মুন্সীগঞ্জ)

প্রকাশ: ৫ নভেম্বর ২০২৪, ১৯:০৩ |  আপডেট  : ২২ ডিসেম্বর ২০২৪, ১৫:৩৮

মুন্সীগঞ্জের শ্রীনগর ছনবাড়ী  স্ট্যান্ড ও এক সারের দোকানে অভিযান চালিয়ে  ভ্রাম্যমান আদালত ৫২ হাজার টাকা  আর্থিক জরিমানা আদায় করেছেন।  


মঙ্গলবার দুপুরে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের ছনবাড়ী বাসস্ট্যান্ডে  আব্দুল্লাহ পুর পরিবহন ও উপজেলার  বটতলা এলাকায় সারের দোকানে  এ অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার ভুমি মোঃ জুবায়ের হাবিব।

জানা যায়  ছনবাড়ী বাসস্ট্যান্ডে অপরিকল্পিতভাবে আব্দুল্লাহ পুর পরিবহনের বাস রাখার দায়ে সড়ক পরিবহন আইনে ৫টি মামলায় ২২ হাজার টাকা ও সার ব্যবস্থাপনা আইনে ১টি  মামলায় ৩০ হাজার টাকা আর্থিক জরিমানা আদায় করা হয়। 

এসময় উপস্থিত ছিলেন, ভুমি অফিসের কাম সহকারী নাসির উদ্দিন, ছাত্র প্রতিনিধি জুম্মন শেখ, কারিমা, সাদিয়া,শ্রীনগর থানার পুলিশ ফোর্স ও আনসার সদস্যরা।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত