শ্রীনগরে নৌকার পক্ষে ভোট চেয়ে গণসংযোগ ও পথসভা
প্রকাশ: ৭ অক্টোবর ২০২৩, ১৭:৩৬ | আপডেট : ১১ জানুয়ারি ২০২৫, ০৩:৩৫
শ্রীনগরে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মুন্সীগঞ্জ-১ আসনের নির্বাচনী (শ্রীনগর-সিরাজদিখান) এলাকার শ্রীনগর উপজেলার ষোলঘর বাসস্ট্যান্ড, কেয়টখালী, খৈয়াগাঁও, আটপাড়ার পুর্ব দেউলভোগ, বীরতারার মাশাখোলাসহ বিভিন্ন স্থানে নৌকার পক্ষে ভোট চেয়ে গণসংযোগ, পথসভা ও লিফলেট বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও মুন্সীগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী গোলাম সারোয়ার কবীর এই গণসংযোগ করেন।
গণসংযোগকালে গোলাম সারোয়ার কবীর বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নানামূখী উন্নয়নমূলক কর্মকান্ডের চিত্র জনসাধারণের কাছে তুলে ধরেন। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ও চলমান স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আগামী সংসদ নির্বাচনে নৌকার জয়লাভ সুনিশ্চিত করার লক্ষ্যে ভোট চান।
এ সময় উপস্থিত ছিলেন আটপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই সিকদার, বীরতারা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাব্বির শেখ, সহ-সভাপতি হাবিবুর রহমান বাদল, সাংগঠনিক সম্পাদক সঞ্জয় গোস্বামী, আওয়ামী লীগের সাবেক যুগ্ন-সাধারণ সম্পাদক ইদ্রিস মিয়া, ষোলঘর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল রাজ্জাক, সহ-সভাপতি পনির শেখ, উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সৎম্পাদক শাহাদাৎ হোসেন পলাশ, ইউপি সদস্য মো. মিজান, মো. রমিজ, মো. হুমায়ুন, সাবেক মেম্বার আবুল, স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুল কাদির, মো. সাগর হোসেন, কৃষকলীগ নেতা সাহেদ আলী, নজরুল ইসলাম, মো. মাসুদ, ওলামালীগ নেতা আলীনূর শেখ, যুবলীগ নেতা সোহাগ, ছাত্রলীগ নেতা দ্বীপ, ইভান সিকদারসহ দলীয় নেতাকর্মী।
ই
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত