শ্রীনগরে নব নির্বাচিত ইউপি সদস্যদের শপথ গ্রহন
প্রকাশ: ৪ জানুয়ারি ২০২২, ১৯:৫০ | আপডেট : ১৬ জানুয়ারি ২০২৫, ২২:১৯
শ্রীনগরে নব নির্বাচিত ইউপি সদস্যদের শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের আয়োজনে মঙ্গলবার ৪ জানুয়ারি দুপুর ১২ টায় উপজেলা অডিটরিয়ামে এ শপথ গ্রহন অনুষ্ঠিত হয়।
শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার প্রণব কুমার ঘোষ এর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাহি বদরুদ্দোজা চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান মসিউর রহমান মামুন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগম। এছাড়া অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, জেলা ফ্যাসিলিটর মোবাশ^র হোসেন, উপজেলা নির্বাচন অফিসার রফিকুল ইসলাম, শ্রীনগর থানা অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম, বিভিন্ন ইউনিয়নের ইউপি চেয়াম্যান, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন। এসময় নব নির্বাচিত ইউপি সদস্যগনদের শপথ বাক্য পাঠ করান শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার প্রণব কুমার ঘোষ। উপজেলার ১৪ টি ইউনিয়নের মোট ১২৬ জন সাধারন ওয়ার্ড সদস্যের মধ্যে ১২৫ জন ও সংরক্ষিত মহিলা ওয়ার্ড সদস্য ৪২ জন শপথ বাক্য পাঠ করেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত