শ্রীনগরে নতুন করে করোনা শনাক্ত ১০

  নজরুল ইসলাম, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:

প্রকাশ: ২৭ জুন ২০২১, ০৭:৫৩ |  আপডেট  : ২২ ডিসেম্বর ২০২৪, ০৩:২৯

শ্রীনগরে নতুন করে ১০ জনের মধ্যে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৬ জন পুরুষ ও ৪ জন নারী। এনিয়ে শ্রীনগর উপজেলায় করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ৬০০। সুস্থ্য হয়েছেন ৫৮১ জন। মারা গেছেন ৭ জন।

কোভিট-১৯ নতুন আক্রান্তদের মধ্যে উপজেলার কয়কীর্তন ১ জন, দেওভোগ ১ জন, দেউলভোগ ১ জন, বেজগাঁও ১ জন করে পুরুষ। এছাড়া শ্রীনগর সদরে ২ জন পুরুষ। এছাড়াও শ্রীনগর, রাঢ়িখাল, আরধীপাড়া ও ষোলঘর এলাকায় এক জন করে মোট ৪ জন নারী করোনায় আক্রান্ত হয়েছে।
 
শনিবার বিকালে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুহাম্মদ রেজাউল হক এসব তথ্য নিশ্চিত করেন। করোনা ভাইরাস সংক্রমণ রোধে সবাইকে বাধ্যতামূলক মাস্ক ব্যাবহার করার পাশাপাশি স্বাস্থ্যবিধি মানার পরামর্শ দেন তিনি।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত