শ্রীনগরে দুর্গা পূজা উদযাপনের নিরাপত্তায় বি এন পির প্রস্তুতি মূলক সভা
প্রকাশ: ৬ অক্টোবর ২০২৪, ১৪:৩৫ | আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৪, ১৮:০৩
হিন্দু ধর্মালম্বিদের সর্ব বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা নির্বিঘ্নে উদযাপনের লক্ষে উপজেলা বি এন পির প্রস্তুতি মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৩ অক্টোবর শুক্রবার বিকেল ৫ টায় বাইপাস রোডে হাফিজুল ইসলাম খানের বাগান বাড়িতে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শ্রীনগর উপজেলা বি এন পির সিনিয়র সহ সভাপতি আশরাফ হোসেন মিলনের সভাপতিত্তে এবং শহিদুল ইসলাম কারালের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন , সিরাজদিখান উপজেলা বি এন পির সভাপতি আলহাজ্ব শেখ মোঃ আব্দুল্লাহ ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বি এন পির সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম খান। সাংগঠনিক সম্পাদক ফারুক মোাড়ল ,বি এন পি নেতা আবুল কালাম কানন, উপজেলা বি এন পির দপ্তর সম্পাদক আলী আজম , উপজেলা যুবদলের আহব্বায়ক জয়নাল আবেদীন মৃধা জেমস, স্বেচ্ছাসেবক দলের সভাপতি ফয়সাল আহাম্মেদ রনি, উপজেলা ছাত্রদলের সভাপতি আশরাফুল ইসলাম শুভ, সাধারণ সম্পাদক এমদাদুল ইমন, শ্রীনগর থানার অফিসার ইনচার্জ ইয়াছিন মুন্সি, জেলা পূজা উদযাপন আহ্বায়ক কমিটির সদস্য বাবু স্বপন রায়, উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক অধির চন্দ্র দত্ত , উপজেলা হিন্দু , বৌদ্ধ , খৃষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক তাপস পাল, বাড়ৈখালী ইউনিয়ন পূজা উদযাপন কমিটির সভাপতি রঞ্জিত মল্লিক , সাধারণ সম্পাদক অজয় মল্লিক , বলরাম মন্ডল সহ প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
কা/আ
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত