শ্রীনগরে ড্রেজার ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

  নজরুল ইসলাম, শ্রীনগর প্রতিনিধি

প্রকাশ: ১ অক্টোবর ২০২৩, ১৩:৩৮ |  আপডেট  : ১৭ জানুয়ারি ২০২৫, ১৯:০২

শ্রীনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক ড্রেজার ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। শনিবার বিকালে শ্রীনগর-আলমপুর খালের দেউলভোগে এই অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাফফাত আরা সাঈদ। তিনি জানান, অবৈধভাবে ড্রেজার সংযোগের মাধ্যমে মাটি উত্তোলন করার অপরাধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০’র আওতায় ১টি মামলায় এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। 

উপজেলায় এ ধরণের অভিযান অব্যাহত থাকবে। জানা গেছে, দেউলভোগ এলাকার খালে অবৈধভাবে ড্রেজারের সংযোগের মাধ্যমে বাল্কহেড থেকে বালু উত্তোলন করার মধ্যে দিয়ে কৃষি জমি ও জলাশয় ভরাট করা হচ্ছিল। খবর পেয়ে স্থানীয় প্রশাসন অভিযান চালায়। এ সময় ড্রেজারটি উচ্ছেদ করা হয় ও ড্রেজার মালিক পার্শ্ববর্তী সিরাজদিখান উপজেলার খাসমহল বালুচর এলাকার মো. মুলকে আলমকে আইন ভঙ্গ করার অপরাধে আর্থিক জরিমানা করা হয়।

 

সান

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত