শ্রীনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা 

  নজরুল ইসলাম, শ্রীনগর প্রতিনিধি (মুন্সীগঞ্জ)  

প্রকাশ: ৭ নভেম্বর ২০২৪, ১৪:২৭ |  আপডেট  : ২১ ডিসেম্বর ২০২৪, ১৫:৫৮

সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মোঃ আব্দুল্লাহর নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালী

মুন্সীগঞ্জের শ্রীনগরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতা কর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে শ্রীনগর স্টেডিয়ামে জড়ো হতে থাকে । সকাল ১১ টায় সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি ও আল মুসলিম গ্রুপের চেয়ারম্যান শেখ মোঃ আব্দুল্লাহ স্টেডিয়ামে উপস্থিত হন। এর পর  শ্রীনগর উপজেলা বি এন পির সভাপতি শহিদুল ইসলাম মৃধার সভাপতিত্বে এবং হাফিজুল ইসলাম খানের সঞ্চালনায় সংক্ষিপ্ত  আলোচনা সভা অনুষ্ঠিত হয় । এসময় উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা বি এন পির সিনিয়র সহসভাপতি আশরাফ হোসেন মিলন, সাংগঠনিক সম্পাদক ফারুক মোড়ল , উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মোঃ আলী আযম, যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মামুন, উপজেলা  যুবদলের  আহ্বায়ক জয়নাল আবেদীন মৃধা জেমস, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফয়সাল আহাম্মদ রনি, উপজেলা ছাত্র দলের সভাপতি আশরাফুল ইসলাম শুভ সহ কৃষক দল, তাতী দল , শ্রমিক দল ও মৎস জীবি দল এবং হাজার হাজার নেতা কর্মী । সভা  শেষে শেখ মোঃ আব্দুল্লাহর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

বি এন পির সাবেক সভাপতি আলহাজ্ব মমিন আলীর নেতৃত্বে সভা

অপর দিকে বি এন পির সাবেক সভাপতি আলহাজ্ব মমিন আলীর নেতৃত্বে আরেকটি সভা অনুষ্ঠিত হয় । সকাল ১১ টায় বটতলা  জমজম টাওয়ারের সামনে দেলোয়ার হোসেনের সঞ্চালনায় আলহাজ্ব মমিন আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন শ্রীনগর ইউনিয়নের চেয়ারম্যান তাজুল ইসলাম, শ্রীনগর কলেজের সাবেক ভি পি রফিকুুল ইসলাম রজন, সদর বাজার কমিটির আহ্বায়ক সাইফুল ইসলাম  টিটু, মুজাহিদ ও আবুল প্রমুখ। 

কা/আ 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত