শ্রীনগরে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
প্রকাশ: ২৬ জুন ২০২১, ০৮:০২ | আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৪, ০২:৫৯
শ্রীনগরে র্যাবের অভিযানে গাঁজাসহ মো. সোহরাব শেখ (৩৭) নামে এক মাদক কারবারি গ্রেফতার হয়েছে। গত ২৩ জুন বুধবার দুপুরে উপজেলার দক্ষিন কামারগাঁও এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সোহরাব শেখ ওই এলাকার মৃত মালেক শেখের ছেলে।
র্যাব এক বিজ্ঞপ্তিতে জানায়, র্যাব-১১, সিপিসি-১’র কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার একেএম মুনিরুল আলল ও স্কোয়াড কমান্ডার এএসপি মো. আবু ছালেহ’র নেতৃত্বে র্যাব সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে শ্রীনগরের দক্ষিন কামারগাঁও থেকে সোহরাব শেখকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে শ্রীনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।
গ্রামনগর বার্তা/হিম
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত