শ্রীনগরে কোলাপাড়ায় ১১৭২ শিক্ষার্থী মাঝে ভ্যাকসিন প্রদান
প্রকাশ: ১২ জানুয়ারি ২০২২, ১০:০১ | আপডেট : ১৬ জানুয়ারি ২০২৫, ২১:৫৬
মুন্সীগঞ্জ শ্রীনগরে ১২ থেকে ১৮ বছর বয়সী শিক্ষার্থীদের করোনা টিকাদান কার্যক্রম শুরু আওতায় কোলাপাড়ার ইউনিয়ন বিভিন্ন বিদ্যালয়ের ১১৭২ জন শিক্ষার্থীকে ভ্যাকসিন প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকে সমষপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এই টিকাদান কার্যক্রম শুরু হয়।
উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা পরিষদের সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এম মাহবুব উল্লাহ কিসমত , উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ তাহমিনা খান, আই সি টি অফিসার সায়লা শারমিন, তথ্য কর্মকর্তা ফাতেমা ইসলাম লিজা, সমষপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ রহিম সরকার, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক ফয়েজুল ইসলাম টারজান, ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আতাহার হোসেন আতা, সহ-সভাপতি হাসেম হাওলাদার, নুরনবী অন্তু প্রমুখ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত