শ্রীনগরে কেন্দ্রীয় নেতার মায়ের মৃত্যুতে বিএনপির আলোচনা ও দোয়া মাহফিল
প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৪, ২১:২৯ | আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ০৮:৪২
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) নির্বাহী কমিটির পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক প্রফেসর একে এম ওয়াহিদুজ্জামান এ্যাপোলো'র মায়ের মৃত্যুতে মুন্সীগঞ্জের শ্রীনগরে বিএনপির আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেল ৪টায় উপজেলার বাইপাস বাগানবাড়ীতে বিএনপির আয়োজনে এ আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সহ-সভাপতি সিরাজ তালুকদারের সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক শফিউল আলম খান আজমের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম মৃধা।
এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি শাজাহান, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল আমিন খান, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম কাড়াল,যুবদলের আহবায়ক জয়নাল আবেদীন মৃধা জেমস, সদস্য সচিব মামুনুর রশিদ মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলা পার্থ,স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফয়সাল আহম্মেদ রনি, সদস্য সচিব এমদাদুল হক রজিন, শ্রীনগর ইউনিয়ন বিএনপির সাঃ সম্পাদক নুর ইসলাম বেপারী, রাঢ়ীখালের সাঃ সম্পাদক সোলাইমান খান,
জিয়া সাইবার ফোর্সের আহবায়ক আব্দুল আহাদ, উপজেলা ছাত্রদলের সভাপতি আশরাফুল ইসলাম শুভ, সাঃ সম্পাদক এমদাদুল হক ইমনসহ বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত