শ্রীনগরে এক্সপ্রেসওয়েতে ট্রাক থেকে আটশত কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার, আটক -২
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৪, ১৬:২১ | আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ০৯:২৬
মুন্সীগঞ্জের শ্রীনগরে এক্সপ্রেসওয়েতে ট্রাক থেকে ৮ শত কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার করা হয়েছে। এসময় ট্রাক চালক আল মাসুদ ও হেলপার আলামিন কে আটক করেছে পুলিশ।
শনিবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের ছনবাড়ী চৌরাস্তা থেকে এ নিষিদ্ধ পলিথিন উদ্ধার করে । এসময় ট্রাক চালক আল মাসুদ ও হেলপার আল আমিনকে আটক করে পুলিশ।
পুলিশ সুত্রে জানা যায়, জেলা পরিবেশ অধিদপ্তরের সংবাদের ভিত্তিতে শ্রীনগর থানার এসআই মোয়াজ্জেম হোসেন সঙ্গীয় ফোর্সসহ ঢাকা খুলনাগামী সাতক্ষীরা ট-১১-০৫৬৭ ট্রাকে তল্লাশী চালিয়ে ৮শত কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার করেন এবং ট্রাক চালক আল মাসুদ ও হেলপার আল আমিকে গ্রেফতার করা হয় । শ্রীনগর থানার ওসি(তদন্ত) আজাদ রহমান জানান, এব্যাপারে মামলার প্রস্তুতি চলছে ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত