শ্রীনগরে উৎসব মুখর পরিবেশে বই বিতরণ
প্রকাশ: ১ জানুয়ারি ২০২২, ১৯:৩০ | আপডেট : ২৮ জানুয়ারি ২০২৫, ০৬:২৭
শ্রীনগরে উৎসব মুখর পরিবেশে প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মধ্যে বই বিতরণ করা হয়েছে। শনিবার ২০২২ সালের প্রথম দিনে উপজেলার ১নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ও দয়হাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান অতিথী হিসাবে উপস্থিত থেকে শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার প্রণব কুমার ঘোষ ছাত্রছাত্রীদের হাতে বই তুলে দেন । এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল মতিন, সহকারি উপজেলা শিক্ষা অফিসার মোঃ আজমল হোসেন, সহকারি উপজেলা শিক্ষা অফিস মোঃ নাসির উদ্দিন, সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষকবৃন্দ, এস এম সির বর্তমান ও সাবেক সভাপতি, সদস্যবৃন্দ সহ অন্যান্য ব্যক্তিবর্গ।
শ্রীনগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, শ্রীনগর উপজেলায় ১১২ টি সরকারি ও ৫৩ টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে বই বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে। ২০২২ শিক্ষাবর্ষে এই উপজেলায় প্রাক-প্রাথমিক শ্রেণি থেকে ৫ম শ্রেণি পর্যন্ত ৩২,০৪৪ জন শিক্ষার্থীর জন্য ১০,৭৫,৩৬২ টি বিনামূল্যে পাঠ্যপুস্তক বরাদ্দ হয়েছে। ২০২২ সালের প্রথম দিনে বিদ্যালয় সমূহ বর্ণিল সাজে সজ্জিত করে ৯৫% ভাগ শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ সম্পূর্ণ হয়।
স্বাস্থ্যবিধি মেনে বিনা মূল্যে বই বিতরণ কার্যক্রম সফল করতে বই সমূহ শ্রেনি ওয়ারী ফিতা ও ফুল দিয়ে সেট আকারে বেঁধে সময় বিভাজন করে দিন ব্যাপী বিতরণ কার্যক্রম সুষ্ঠভাবে সম্পাদন হয়।
অপরদিকে একই দিন বেলা ১১ টার দিকে ষোলঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ অজিজুল ইসলাম পাকিরাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ করেছেন।
সকাল ১০টার দিকে বীরতারা ইউনিয়র পরিষদের চেয়ারম্যান গাজী শহিদুল্লাহ কামাল ঝিলু বীরতারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের হাতে বই তুলে দেন। এছাড়া উপজেলার বিভিন্ন স্কুলে সংশ্লিষ্টরা উৎসব মুখর পরিবেশে বই বিতরণ করেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত