শ্রমিকরাও মানুষ - ফারুক প্রধান

  নীপা চৌধুরী

প্রকাশ: ৬ মে ২০২৪, ১৩:৩২ |  আপডেট  : ১৫ মে ২০২৪, ১৯:৪১

শ্রমিকরাও মানুষ

ফারুক প্রধান

পৃথিবীর মানুষেরা কবে থেকে মানুষ
ভাবতে সময় লাগে হয়ে যায় ফানুস।
কেউ কি ভেবেছো নিজের অজান্তে
গরীব থেকে ধনী হতে কতদিন জান্তে।
হিসেবের খাতা খুলে দেখি যখন ঠকাচ্ছে
মনে হয় জন্মেছি ভাগ্যটা লিখা আছে।
ঠকবাজ জোচ্চোর দিনেদিনে ফক্কর
সব কথা তাদের হয়ে ইতিহাস লস্কর।
আমি তুমি সে যদি ভাগ্যটা বদলাই
তাই বলে হবে নাতো গরীবের উঁচু তলায়।
সব কিছু মেনে নিয়ে সামান্য মজুরিতে
কাজেই লেগে যাই দিন যাবে কোন মতে।
দিন দিন বাড়ছে জিনিষের চড়া দাম
মানুষের ব্যায়ভার কমছে না কোন কাম।
ঠেলাগাড়ি মজুরের শ্রমিকের নেই জাত
মানুষ হয়ে বেঁচে থাকার নেই কোন ধারাপাত।

 

সান

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত