শেখ হাসিনাকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানালেন শাহবাজ শরীফ
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২২, ০৭:৫৮ | আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ০৬:০২
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ।সোমবার (১৯ সেপ্টেম্বর) যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, শাহবাজ শরীফ বেশ কয়েকবার আমাদের প্রধানমন্ত্রীকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানিয়েছেন।
তিনি বলেন, প্রয়াত রানী দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে তার বাংলাদেশি প্রতিপক্ষের সঙ্গে সাক্ষাতকালে পাকিস্তানি প্রধানমন্ত্রী এ অনুরোধ জানান।রানী দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন লন্ডনে অবস্থান করছেন।
ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুসহ বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গেও বাংলাদেশের প্রধানমন্ত্রী সংক্ষিপ্ত কথাবার্তা বলেছেন। সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সঙ্গেও দীর্ঘক্ষণ কথা বলেছেন শেখ হাসিনা ।
সাইদা মুনা আরও জানান, ক্যামেরন অদূর ভবিষ্যতে বাংলাদেশ সফর করার আগ্রহ প্রকাশ করেছেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত