শেখ কামাল অনুর্ধ-১৮ জোনাল ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বগুড়া অনুর্ধ-১৮

  বগুড়া প্রতিবেদক

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২২, ২১:০২ |  আপডেট  : ১৬ জানুয়ারি ২০২৫, ১০:৩৬

শেখ কামাল অনুর্ধ-১৮ জোনাল ক্রিকেট প্রতিযোগিতা ‘নর্থ জোন’ (রাজশাহী ও রংপুর বিভাগ) চ্যাম্পিয়ন বগুড়া জেলা অনুর্ধ-১৮ ক্রিকেটদল। বুধবার রংপুর কালেক্টরেট ক্রিকেট গার্ডেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পৃষ্ঠপোষকতায় ও রংপুর জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় শেখ কামাল অনুর্ধ-১৮ জোনাল ক্রিকেট প্রতিযোগিতা ২০২১-২২ ‘নর্থ জোন’ (রাজশাহী ও রংপুর বিভাগ) ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান প্রধান অতিথি ছিলেন রংপুর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও জেলা ক্রীড়া সংস্থা সহ-সভাপতি মোঃ গোলাম রব্বানী। 

বিশেষ অতিথি রংপুর জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এবং পরিচালক বাংলাদেশ ক্রিকেট বোর্ড এ্যাড. আনোয়ারুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন বগুড়া জেলা ক্রিড়া সংস্থার অতিরিক্ত সাধারন সম্পাদক ও জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের সভাপতি সুলতান মাহমুদ খান রনি। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠনের সভাপতিত্ব করেন রংপুর নির্বাহী সদস্য জেলা ক্রীড়া সংস্থা ও আহবায়ক, ক্রিকেট উপ-কমিটি শুভ রঞ্জন দেব বাবলু।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত