শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে মেহেরপুর জেলা যুবলীগের খাবার বিতরণ
প্রকাশ: ৬ আগস্ট ২০২১, ১০:৫০ | আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৪, ১৬:৫৬
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে মেহেরপুর জেলা আওয়ামী যুবলীগের আয়েজনে খাবার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারের সামনে রান্না করা খাবার বিতরণ করা হয়।
মেহেরপুর পৌর সভার মেয়র ও জেল যুবলীগের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন উপস্থিত থেকে রিক্সা চালকদের মাঝে রান্না করা খাবার বিতরণ করেন। এ সময় যুবলীগ নেতা সাজেদুর রহমান সাজু, ইয়ানুস আলী,আল মামুন সহ যুবলীগের নেতাকর্মীরা সেখানে উপস্থিত ছিলেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত