শেখ কামালের জন্মবার্ষিকীতে মেহেরপুর জেলা প্রশাসনের আলোচনা সভা
প্রকাশ: ৬ আগস্ট ২০২১, ১০:৫১ | আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৪, ১০:৩৭
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে মেহেরপুর জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ থেকে জুমের মাধ্যমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোহাম্মদ মুজাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানের জুমের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ রাফিউল আলম,জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম. এ খালেক, পিপি পল্লব ভট্টাচার্য, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহীন,মেহেরপুর জেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের আহবায়ক প্রফেসর হাসানুজ্জামান মালেক প্রমুখ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত