শেখ কামালের জন্মদিনে মেহেরপুর ছাত্রলীগের উদ্যোগে মিলাদ ও দোয়া
প্রকাশ: ৬ আগস্ট ২০২১, ১০:৪৬ | আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ০৯:১৭
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শহীদ শেখ কামালের ৭১তম জন্মবার্ষিকী উপলক্ষে ছাত্রলীগ সহ-সভাপতি তানভীর আহমেদের নিজ উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পিবার বাদ আসর আমদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় জামে মসজিদ প্রাঙ্গনে এ দোয়া মাহফিল আয়োজন করা হয়।
এ সময় মুসল্লিদের মাঝে তবারক বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ রওশন আলী টোকন, মসজিদ কমিটির সভাপতি ও ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি মোহাম্মদ দরুদ আলী, আমদহ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি লিংকন, ছাত্রলীগ নেতা রাব্বি, সম্রাট প্রমুখ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত