শেখেরনগড়ে ঐতিহ্যবাহি রক্ষা কালীপূজা শুরু
প্রকাশ: ২৯ মার্চ ২০২২, ১৩:৪৯ | আপডেট : ১৫ জানুয়ারি ২০২৫, ১৮:২১
সিরাজদিখান উপজেলার ঐতিহ্যবাহি রক্ষা কালীপূজা আজ রাতে অনুষ্ঠিত হবে। পূজা উপলক্ষে দেশ- বিদেশের পুনার্থিরা ভীড় করেছেন এখানে। বসেছে মেলা।
গত দুইবছর করোনা অতিবাহিত হওয়ায় পূজার আয়োজন থাকলেও জনসমাগম কম ছিলো। সিরাজদিখানের শেখেরনগড়ের কালীপূজা এই উপমহাদেশে অন্যতম শ্রেষ্ঠ হিন্দুদের উংসব। এ উংসবে বাঙালি হিন্দু মুসলমান ও সাধু সন্যাসিরা যোগ দেন। মুন্সিগন্জ জেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক সুবীর চক্রবর্তী বলেন বাঙালির দেশ বাংলাদেশে অসাম্প্রদায়িক ভাবমানষ গড়ে উঠায় রোজা পূজা একসাথে চলতে কোন বাঁধা নেই। যুব ঐক্য পরিষদের তাপস রাজবংশী বলেন গত দুর্গাপূজায় যে অপকান্ড করেছে তা নিন্দনিয়। জেলা বারের সভাপতি হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের জেলা কমিটির সভাপতি এডভোকেট অজয় চক্রবর্তী বলেন জেলার সব উপজেলায় সামাজিক ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রয়েছে ঐতিহ্যগত ভাবেই। জেলা পূজা উদয়াপন পরিষদের সভাপতি সমর ঘোষ ও সাধারণ সম্পাদক নবীন রায় পূজায় আগত সকল কে শুভেচ্ছা জানান।
সিরাজদিঘান উপজেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি বিমল দাস, শ্রীনগর পূজা উদয়াপন পরিষদের সাধারন সম্পাদক অধীর দত্ত, অধীর রাজবংশী, লৌহজং পূজা উদয়াপন পরিষদের সভাপতি অমিত সিংহ ও সাধারন সম্পাদক এড বিপ্লব সাহা, লৌহজং হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক এডভোকেট সন্জীব মন্ডল বরুন, পলাশ দে, যুব ঐক্য পরিষদের দেবাশিষ রায় শিবু, শিমুল দে, ছাত্র ঐক্য পরিষদের নবীন দাস চমক রায় সকলকো অভিনন্দন জানান।
এবছর প্রথম পূজা উপলক্ষে মন্দিরের পেছনে পুনার্থিদের সেবা প্রদান ও প্রসাদ বিতরণের জন্য মুন্সিগন্জ- বিক্রমপুর সেবা সহয়তা কেন্দ্র স্হাপন করা হয়েছে। সিরাজদিখান উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের যৌথ সহায়তায় নিরাপত্তা ব্যবস্হা জোড়দার করা হয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত