শেকড়কাটা বৃক্ষের দাবানলে- নাজমা বেগম নাজু

  হোসনে আরা নিপা

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৪, ১২:৪৫ |  আপডেট  : ১৪ ডিসেম্বর ২০২৪, ০০:৪৫

শেকড়কাটা বৃক্ষের দাবানলে
নাজমা বেগম নাজু

শুদ্ধতম বাতাসের আলিঙ্গন আর সোনামুখী ভোরটাকে -
ভোরের অরণ্যসম্ভারকে-
দুপায়ে দুরে ঠেলার পরিনাম 
এই জাহান্নামী রোদ। 
শেকড়কাটা বৃক্ষের দাবানলে
পুড়ছে আকাশ,
দগ্ধীভূত ঘাসবনের অভিশাপে
পুড়ে ছাই সাঁঝবাতি নামের 
অচেনা জ্বোনাক পোকা।
তপ্ত ধুলোকণা- 
মেঘ চেয়ে চেয়ে
সুশীতল সন্ধ্যাতারাটাকে 
আগুন অংগে রাখা 
সূর্যের কাছে
বলি দেয় রোজ--
তাতেও যদি কমে খরতাপ--



সান

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত